October 3, 2024
আঞ্চলিক

খুলনায় ঘূর্ণিঝড় ‘বুলবুলে’র ক্ষতিগ্রস্তদের রেড ক্রিসেন্টের অর্থ বিতরণ

খবর বিজ্ঞপ্তি

খুলনায় ঘূর্ণিঝড় ‘বুলবুলে’র আঘাতে ক্ষতিগ্রস্ত উপকুলীয় এলাকার দুস্থ পরিবারের মাঝে বাংলাদেশ রেড ক্রিসেন্টে সোসাইটির পক্ষ থেকে গতকালসোমবার নগদ ১৯ লাখ ৬২ হাজার টাকা বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে দাকোপ উপজেলার চালনা পৌরসভা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা পরিষদ ও জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ।

চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাসের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে খুলনা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী মকবুল হোসেন মিন্টু, ভাইস-চেয়ারম্যান জোবায়ের আহম্মেদ খান জবা, দাকোপ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল হোসেন, রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তা শরীফ খান,  জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য জয়ন্তী রানী সরকার, ইউনিট লেভেল কর্মকর্তা মইনুল হোসেন পলাশ অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন। স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শেখ হারুনুর রশীদ বঙ্গবন্ধুর স্বপ্ন ‘সোনার বাংলা’ এবং জননেত্রী ঘোষিত ‘রূপকল্প-২০২১’ ও ‘উন্নত বাংলাদেশ’ গঠনে কার্যকর ভূমিকা রাখার জন্য জনগণের প্রতি আহবান জানান। রেড ক্রিসেন্ট সোসাইিিট সবসময় দুস্থ ও অসহায় জনগণের পাশে থাকবে বলে আশ্বাস দেন। অনুষ্ঠানে খুলনার দাকোপ উপজেলার ৩টি ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ৪শ’৩৬টি পরিবারের মাঝে ৪ হাজার ৫শ’ টাকা করে মোট ১৯ লাখ ৬২ হাজার টাকা বিতরণ করা হয়।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *