খুলনায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণের চেক ও ঐচ্ছিক তহবিলের চেক বিতরণ অনুষ্ঠিত
খুলনা, জ্যৈষ্ঠ ১৭ (মে ৩১)ঃ
২০১৮-১৯ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় গৃহীত প্রকল্পের অনুকূলে বরাদ্দকৃত নগদ অর্থের চেক এবং খুলনা-২ আসনের সংসদ সদস্য’র ঐচ্ছিক তহবিলের চেক বিতরণ অনুষ্ঠান আজ (শুক্রবার) বিকেলে খুলনা সার্কিট হাউস সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন।
খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান এবং খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম হাবিব প্রমুখ। খুলনা জেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে।
পরে সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় ৫২টি বিভিন্ন মসজিদ, মন্দির, মাদ্রাসা, ক্লাব ও প্রতিষ্ঠানের মাঝে ৫২ লাখ ৬৭ হাজার ৫শত ২০ টাকার চেক এবং ২৫ ব্যক্তির মাঝে ঐচ্ছিক তহবিলের ২ লাখ ৪৭ হাজার টাকার চেক বিতরণ করেন।