খুলনায় কৃষক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী গতকাল মঙ্গলবার বিকালে নগরীর কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয় চত্বরে সমাবেশ ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। সমাবেশে খুলনা জেলা কৃষক দলের সভাপতি মোল্যা কবির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন এড. শফিকুল আলম মনা। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমীর এজাজ খান।
সমাবেশে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন মোঃ মনিরুজ্জামান মন্টু, শেখ আব্দুর রশিদ, সিরাজুল হক নান্নু, কামরুজ্জামান টুকু, সাইদুর রহমান, মেজবাউল আলম, আসাদুজ্জামান মুরাদ, আশরাফুল আলম নান্নু, এড. সহিদুল আলম, মোল্যা মোশাররফ হোসেন মফিজ, এড. তসলিমা খাতুন ছন্দা, শেখ সরোয়ার হোসেন, শেখ আনিসুর রহমান, নাজমুস সাকিব, হাফেজ আবুল বাসার, এনামুল হক সজল, মোজাম্মেল শরীফ, জুলকার নাইম, মলিক আমিনুর, লিটন তালুকদার, ইসমাইল হোসেন, বুলবুল আলম, বিএম আয়ুব আহম্মেদ, মোল্যা ফরিদ, আকতার, সোহাগ শিকদার, কামরান হাসান, আব্দুল কাদের, জহুরুল আকুঞ্জি, শফি, মোঃ কামাল হোসেন ও মাওলানা ফারুক ও এড. জাহাঙ্গীর। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ আবু সাইদ শেখ।