খুলনায় একুশে বইমেলার ৯ম দিন অতিবাহিত
দ. প্রতিবেদক
গতকাল রবিবার মুজিববর্ষ একুশে বইমেলা, খুলনা- ২০২০’ এর ৯ম দিন। জমে উঠেছে খুলনাবাসীর প্রাণের বইমেলা। মেলাপ্রাঙ্গণ মুখরিত হচ্ছে বইপ্রেমী ক্রেতা দর্শকদের পদচারণায়। প্রাত্যহিক আয়োজনে বিকাল ৪টায় হাজী ফয়েজউদ্দীন উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। বিকাল ৫টায় বইমেলার মঞ্চে পড়শি’র আয়োজনে আবৃত্তি ও সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরিশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে শিশু একাডেমি, খুলনা ও বিয়ণমণি থিয়েটার, দৌলতপুর, খুলনা এর শিল্পীবৃন্দ। প্রচুর দর্শক বইমেলার সামগ্রিক আয়োজন উপভোগ করে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ফরহাদ কাদীর ও মুকুট মেহেদী।