October 4, 2024
আঞ্চলিকলেটেস্ট

খুলনায় উৎসবমুখর পরিবেশে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন

দ. প্রতিবেদক

যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে সীমিত কর্মসূচির মধ্যদিয়ে বিভাগীয় শহর খুলনায় গতকাল মঙ্গলবার স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্যাপিত হয়। সূর্যোদয়ের সাথে সাথে খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইনে তোপধ্বনীর মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয় এবং সকল সরকারি, আধাসরকারি, বেসরকারি ভবন ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা, আলোকসজ্জা, ফজর নামাজের পর দুই হাজার তিনশ জন কোরআনে হাফেজের এক হাজার দুইশত কোরআন খতম শেষে বঙ্গবন্ধু, মহান মুক্তিযুদ্ধের শহিদ, ১৫ আগস্টের শহিদ এবং করোনাভাইরাস থেকে দেশবাসিকে হেফাজাতের লক্ষ্যে দোয়া অনুষ্ঠিত হয়। সকাল আটটায় বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন ও পুষ্পস্তবক অর্পণ এবং সার্কিট হাউস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন খুলনা মহানগর ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার, ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন, পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির, জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, বিভাগীয় ও জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, সরকারি-বেসরকারি কর্মকর্তা, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এতিম, দুস্থ ও ভবঘুরে কল্যাণ কেন্দ্র, শিশু সদন এবং জেলখানায় বিশেষ খাবার পরিবেশন ও মিষ্টি বিতরণ করা হয়। বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং দেয়ালিকার মাধ্যমে শিশু ভাবনা প্রকাশের ব্যবস্থা করে।

খুলনা সিটি কর্পোরেশন নগর ভবনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেককাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিভিন্ন মসজিদে মিলাদ-মাহফিল ও দোয়া অনুষ্ঠান এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। প্রধানমন্ত্রীর গৃহীত ‘পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর’ কর্মসূচি, দৃশ্যমান স্থানে পোস্টার ও স্যুভেনির প্রকাশ এবং করোনাভাইরাস প্রতিরোধে করণীয় সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে প্রচারণার চালানো হয়। সন্ধ্যায় শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও সড়কদ্বীপ এবং সরকারি-বেসরকারি সংস্থা ও প্রতিষ্ঠানে আলোকসজ্জা করা হয়। দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর ছবি ও বাণীসমৃদ্ধ বৃহৎ আকারের ব্যানার ও ফেস্টুন দ্বারা খুলনা আঞ্চলিক তথ্য অফিস সজ্জিত করা হয় এবং দিবসটির তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা শেষে দোয়া অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বেতার খুলনা দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করে। স্থানীয় পত্রিকা বিশেষ নিবন্ধ ও ক্রোড়পত্র প্রকাশ করে।

খুলনা বিশ্ববিদ্যালয় : গতকাল মঙ্গলবার বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষে সকাল ৯টায় শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসন ভবনের সামনে উপাচার্য কর্র্তৃক জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি প্রশাসন ভবনের সামনে থেকে শুরু করে হাদী চত্বর হয়ে পুনরায় প্রশাসন ভবনের সামনে দিয়ে কালজয়ী মুজিব প্রাঙ্গণে এসে শেষ হয়। এরপরই খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে নির্মিত ‘কালজয়ী মুজিব’ এর বেদীতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, বিভিন্ন স্কুলের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধান, বিভাগীয় প্রধান, ছাত্র বিষয়ক পরিচালক, প্রভোস্টবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন ডিসিপ্লিন,আবাসিক হলসমূহ, খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, খুবি এ্যালামনাই অ্যাসোসিয়েশন, এগ্রোটেক এ্যালামনাই অ্যাসোসিয়েশন, খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদ, চেতনায় মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু কর্মকর্তা পরিষদ, কর্মচারিবৃন্দ ও শিক্ষার্থীদের বিভিন্ন সংগঠনসমূহের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

এসময় শৃঙ্খলা রক্ষায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বিশ্ববিদ্যালয়ের বিএনসিসির আর্মি এবং নেভাল উইংয়ের ক্যাডেটবৃন্দ দায়িত্ব পালন করে। এছাড়া অদম্য বাংলা চত্ত¡রে আইন ডিসিপ্লিন কর্তৃক মুজিববর্ষের লোগো কেন্দ্রিক দেয়ালিকা মুজিবশতবর্ষ উদ্বোধন করেন উপাচার্য। এসময় আইন ডিসিপ্লিনের ডিন, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে শহিদ মিনার প্রাঙ্গণে দিনব্যাপী বøাড গ্রæপিং, অদম্য বাংলা চত্ত¡রে বঙ্গবন্ধুর জীবনালেখার উপর আলোকচিত্র প্রদর্শনী, বিশ্ববিদ্যালয় জামে মসজিদে বাদ যোহর দোয়া মাহফিল, বিশ্ববিদ্যালয় মন্দিরে প্রার্থনা, মুক্তমঞ্চে বিকেল ৪ টায় আলোচনা সভা, খুলনা বিশ্ববিদ্যালয় স্কুলে এবং ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও ছায়াবৃত্ত স্কুলের শিক্ষার্থীদের মধ্যে পোশাক বিতরণ, কালজয়ী মুজিব প্রাঙ্গণে সন্ধ্যা ৬টায় বঙ্গবন্ধুর ম্যুরাল বেদিতে প্রদীপ প্রজ্জ্বলন, সন্ধ্যা সাড়ে ৬টা থেকে মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন ভবনে আলোকসজ্জা।

কুয়েট : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২০ উদ্যাপিত হয়েছে। দিবসটি উদ্যাপন উপলক্ষ্যে ১৭ মার্চ এর প্রথম প্রহর ১২.০১টায় শত বেলুন ও ফেস্টুন উড়িয়ে জন্মশতবার্ষিকী উদ্্যাপন ও “মুজিব শতবর্ষ” এর শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। সকাল ৯টায় ক্যাম্পাসস্থ বঙ্গবন্ধু স্কয়ারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন।

এরপর পর্যায়ক্রমে শিক্ষক সমিতি, পরিচালক (ছাত্র কল্যাণ), অফিসার্স এসোসিয়েশন, লালন শাহ্্ হল, খানজাহান আলী হল, ড. এম এ রশীদ হল, রোকেয়া হল, অমর একুশে হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, কর্মকর্তা সমিতি (আপগ্রেডেশন), কর্মচারী সমিতি (৩য় শ্রেণী), কর্মচারী সমিতি (৪র্থ শ্রেণী), মাস্টাররোল কর্মচারী সমিতি, বঙ্গবন্ধু কর্মচারী পরিষদ পুষ্পমাল্য অর্পন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে সকাল সাড়ে ৯টায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মহিউদ্দিন আহমাদ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ আরিফুল ইসলাম ও রেজিস্ট্রার জি এম শহিদুল আলম। পাবলিক রিলেশনস অফিসার মনোজ কুমার মজুমদারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন প্রফেসর ড. নূরুন্নবী মোল্লা, প্রফেসর ড. মোঃ মোস্তফা সারোয়ার, প্রফেসর ড. সোবহান মিয়া, প্রফেসর ড. পল্লব কুমার চৌধুরী, প্রফেসর ড. পিন্টু চন্দ্র শীল প্রমুখ।

খুলনা প্রেসক্লাব : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী “মুজিববর্ষ” উদযাপনের অংশ হিসেবে ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে খুলনা প্রেসক্লাবের পক্ষ থেকে ক্লাবের অভ্যন্তরে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দ।

শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সুজিত কুমার অধিকারী, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন রেজা, মকবুল হোসেন মিন্টু, আহমদ আলী খান, শেখ আবু হাসান, এস এম জাহিদ হোসেন, মোঃ সাহেব আলী ও মল্লিক সুধাংশু, মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, এস এম কামাল হোসেন, সোহেল মাহমুদ, বিমল সাহা, মোহাম্মদ আলী সনি, মো: সাঈয়েদুজ্জামান সম্রাট, মোঃ আনিসউদ্দিন, অমিয় কান্তি পাল, মোঃ হুমায়ুন কবীর, মোঃ মোজাম্মেল হক হাওলাদার, মোঃ মোস্তফা সরোয়ার, আনোয়ারুল ইসলাম কাজল, কৌশিক দে, ওয়াহেদ-উজ-জামান বুলু, দেবনাথ রনজিৎ কুমার, দেবব্রত রায়, সুনীল কুমার দাস, মোঃ হেদায়েৎ হোসেন মোল্লা, বাপ্পী খান, এইচ এম আলাউদ্দিন, শেখ আব্দুল্লাহ, সাইদা আক্তার রিনি, এস এম নূর হাসান জনি, ক্লাবের ইউজার সদস্য আল মাহমুদ প্রিন্স, রীতা রানী দাস, জয়নাল ফরাজী, আশরাফুল ইসলাম নূর, শরিফুল ইসলাম বনি, সোহাগ দেওয়ান, তিতাস চক্রবর্তী, কাজী ফজলে রাব্বী শান্ত, মোঃ মেহেদী হাচান, এস ওয়াহিদুজ্জামানসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

স্বাধীনতা সাংবাদিক ফোরাম : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় খুলনা প্রেসক্লাবস্থ বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন স্বাধীনতা সাংবাদিক ফোরাম, খুলনার নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী, স্বাধীনতা সাংবাদিক ফোরাম’র সভাপতি মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, সাধারণ সম্পাদক এস এম জাহিদ হোসেন, খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন রেজা, দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক মোহাম্মদ আলী, আহমদ আলী খান, খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর সভাপতি মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, সাধারণ সম্পাদক মো. সাঈয়েদুজ্জামান স¤্রাট, শেখ আবু হাসান, মো. সাহেব আলী, অমিয় কান্তি পাল, মোজাম্মেল হক হাওলাদার, মল্লিক সুধাংশু, মো. হুমায়ুন কবীর, মহেন্দ্র নাথ সেন, আনোয়ারুল ইসলাম কাজল, আসাদুজ্জামান রিয়াজ, এস এম কামাল হোসেন, সুনীল দাস, জয়নাল ফরাজী, রীতা রানী দাস-সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

কেসিআরএ : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় খুলনা প্রেস ক্লাবে অবস্থিত বঙ্গবন্ধুর ভাস্কর্যে এ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

এসময় উপস্থিত ছিলেন খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি এইচএম আলাউদ্দিন, সাধারণ সম্পাদক সোহাগ দেওয়ান, খুলনা প্রেস ক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন রেজা, প্রেস ক্লাবের সাবেক সভাপতি শেখ আবু হাসান, কেইউজে’র সাবেক সভাপতি এসএম জাহিদ হোসেন, কেইউজে’র সভাপতি মুন্সি মাহবুব আলম সোহাগ, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, বিএফইউজে’র সাবেক যুগ্ম মহাসচিব মোজাম্মেল হক হাওলাদার, কেসিআরএ’র যুগ্ম-সম্পাদক বিমল সাহা, সহ-সাধারণ সম্পাদক নূর হাসান জনি, প্রচার সম্পাদক জয়নাল ফরাজী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আল মাহমুদ প্রিন্স, কার্যনির্বাহী সদস্য আসাদুজ্জামান রিয়াজ, হুমায়ুন কবীর।

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস খুলনা কৃষি বিশ^বিদ্যালয়ে (খুকৃবি) আড়ম্বরপূর্ণ ভাবে পালন করা হয়েছে। এ উপলক্ষে সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলনসহ কৃষিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর অবদানের উপর নির্মিত ‘গানে গানে বঙ্গবন্ধু’ শীর্ষক গান প্রচারের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু করা হয়। পরে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শহীদুর রহমান খান এর সভাপতিত্বে বিশ^বিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে জাতির পিতার জন্মদিনের কেক কেটে মুজিববর্ষের উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক।

অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন বিশ^^বিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা: খন্দকার মাজহারুল আনোয়ার (শাজাহান)। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী হাফেজ মাহদী হাসান সীন এবং গীতা থেকে পাঠ করেন বিশ^জিৎ ভট্টাচার্য।

অনুষ্ঠানের শেষে বঙ্গবন্ধু ও ১৫ আগস্টে তার পরিবারের সকল শহীদ সদস্যসহ অন্যান্য সদস্য, মহান স্বাধীনতা যুদ্ধ ও অন্যান্য গণতান্ত্রিক আন্দোলনে নিহত সকল শহীদ সদস্যদের রুহের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী আশিকুর রহমান ও হুমায়রা খানম সুপ্রিম এর সঞ্চালনায় শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তৃতা করেন মাহিরুল হক শিলং।

এ সময় উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের প্রথম ব্যাচের শিক্ষার্থী, ৫টি অনুষদের নবীন শিক্ষার্থী, বিশ^বিদ্যালয়ের কর্মকর্তা মোঃ রেজাউল ইসলাম, মো. জসীম উদ্দিন, সাজ্জাদুল ইসলাম, এনামুল কবির হীরা, রাশেদুজ্জামান শুভ, ডাঃ সায়েফ, মোহাম্মদ আলী, ফোরকান আহম্মেদ রনি, সুলতান মাহমুদ, সাংবাদিক রুহুল আমিনসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, সাংবাদিকসহ অন্যান্য অতিথিবৃন্দ।

খুলনা নৌ অঞ্চল : যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে মঙ্গলবার খুলনা নৌঅঞ্চলের সকল ঘাঁটি ও জাহাজসমূহে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২০ উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে খুলনা নৌ নৌঅঞ্চলের উদ্যোগে বিশেষ র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিটি বানৌজা তিতুমীর বাষ্কেটবল গ্রাউন্ড থেকে শুরু হয়ে এনপি চেক পোস্ট ও ওয়ার্ডরুম এলাকা প্রদক্ষিণ করে ফ্লোটিলা ব্যারাকের সামনে গিয়ে শেষ হয়।

এতে বানৌজা তিতুমীর ঘাঁটির অধিনায়ক ক্যাপ্টেন এম আব্দুল ওয়াদুদ তরফদারসহ উক্ত নৌ অঞ্চলের সর্বস্তরের সামরিক-অসামরিক কর্মকর্তা, কর্মচারী ও নাবিকগণ অংশগ্রহণ করেন। এর আগে খুলনা নৌঅঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা টুঙ্গিপাড়াস্থ জাতির পিতার সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

পরে জাতির পিতার জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে খুলনা নৌঅঞ্চলের সকল মসজিদগুলোতে বাদ যোহর মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়া নৌ ঘাঁটিস্থ বিনোদন কক্ষগুলোতে জাতির পিতার জীবনী ও কর্মকান্ডের উপরে নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শনের ব্যবস্থা করা হয়। দুপুরে সকল ঘাঁটি ও জাহাজে প্রীতিভোজের আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে খুলনা নৌঅঞ্চলের সকল ঘাঁটি ও জাহাজসমূহে বঙ্গবন্ধুর বিভিন্ন সময়কার উক্তি এবং ছবি স¤¦লিত ব্যানার ও ফেস্টুন দ্বারা বর্ণিল সাজে সজ্জিত করা হয় এবং সূর্যাস্ত হতে মধ্যরাত পর্যন্ত প্রধান গেইটসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে আলোকসজ্জা করা হয়।

জেলা পুলিশ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উদযাপন উপলক্ষ্যে গতকাল সকালে খুলনা জেলা পুলিশ সুপার জনাব এস.এম. শফিউল্লাহ্ বিপিএম জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে খুলনা বেতার ভবন চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃত্তিতে পুষ্পার্ঘ অর্পণ করেন। পরবর্তীতে জেলা পুলিশের উদ্যোগে শিরোমনিস্থ জেলা পুলিশ লাইন্সে কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

পুলিশ সুপার এস এম শফিউল্লাহ্ বিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানমালায় প্রধান অতিথি ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি ড. খ: মহিদ উদ্দিন, বিপিএম (বার) এবং বিশেষ অতিথি ছিলেন মোঃ হাবিবুর রহমান, বিপিএম, অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন এন্ড ফিন্যান্স), খুলনা রেঞ্জ এবং একে এম নাহিদুল ইসলাম, বিপিএম, অতিরিক্ত ডিআইজি (অপারেশন্স এন্ড ক্রাইম), খুলনা রেঞ্জ। প্রধান অতিথি খুলনা রেঞ্জের ডিআইজি ড. খ: মহিদ উদ্দিন, বিপিএম (বার) উপস্থিত অতিথি ও পুলিশ সদস্যদের নিয়ে জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন এবং দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। এছাড়া জেলা পুলিশের উদ্যোগে জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে পুলিশ লাইন্স জামে মসজিদে পবিত্র কোরআন খতমের ব্যবস্থা করা হয়।

মোংলা বন্দর : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মোংলা বন্দর কর্তৃপক্ষ নানামূখী কর্মসূচী গ্রহণ করেন। জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে মোংলা বন্দর কর্তৃপক্ষের সকল স্থাপনা আলোকসজ্জা করা হয়। ১৭ মার্চ ২০২০ রাত ০০.০১ মিনিট এর সময় বন্দর জলসীমায় অবস্থানরত সকল জাহাজ ও মবক’র জলযান কর্তৃক এর নাগারে ১ মিনিট হুইসেল বাজানোর মাধ্যমে শুরু হয় এ কর্মসূচী। এরপর সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন ও সকাল সাড়ে ৯টায় বন্দর ভবন চত্বরে পায়রা ও বেলুন উড়িয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর শুভ উদ্বোধন করা হয়। মবক’র সভাকক্ষে শুরু হয় মুজিবর্ষের তাৎপর্য নিয়ে আলোচনা সভা, ডকুমেন্টারী (আমাদের বঙ্গবন্ধু) প্রদর্শন ও বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল শেখ আবুল কালাম আজাদ কর্তৃক বন্দরের কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে বঙ্গবন্ধুর “অসমাপ্ত আত্মজীবনী” বই বিতরন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শেখ আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইয়াসমিন আফসানা, সদস্য (অর্থ) ও ক্যাপ্টেন মোহাম্মদ আলী চৌধুরী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ গিয়াস উদ্দিন (উপসচিব), পরিচালক (প্রশাসন)। বাদ যোহর মোংলা বন্দর সংশ্লিষ্ট সকল মসজিদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।

ওজোপাডিকো : সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে ওজোপাডিকো’র উদ্যোগে ১০০ বার কোরআন খতম সফলভাবে সম্পন্ন করা হয়। কোরআন খতম শেষে জাতির পিতা বঙ্গবন্ধু, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদ সদস্য, জাতীয় চার নেতা, মহান মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদ, দুই লক্ষ নির্যাতিত মা-বোনকে উদ্দেশ্য করে ও ওজোপাডিকো’র কল্যাণ কামনা করে বিশেষ করে ছড়িয়ে পড়া মহামারি করোনা ভাইরাস এর প্রাদুর্ভাব থেকে বাংলাদেশের জনগণসহ বিশ্ববাসীকে রক্ষা করার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

ওজোপাডিকোর উদ্যোগে সকাল আটটায় খুলনা বেতার কেন্দ্রে ওজোপাডিকোর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ শফিক উদ্দিনের নেতৃত্বে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং বিকাল পাঁচ টায় ওজোপাডিকোর ট্রেনিং ইনস্টিটিউট এর টেনিস গ্রাউন্ডে আলোচনা সভার এবং সন্ধ্যা ৭টায় আতশবাজির আয়োজন করা হয়।

উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওজোপাডিকোর নির্বাহী পরিচালক (অর্থ) রতন কুমার দেবনাথ এফসিএমএ, নির্বাহী পরিচালক (প্রকৌশল) প্রকৌশলী মোঃ আবু হাসান ও অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন মোঃ আলমগীর কবীর, উপ-মহাব্যবস্থাপক (্এইচআর এডমিন)। অনুষ্ঠানটির সঞ্চালনের দায়িত্ব পালন করেন ওজোপাডিকোর ব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ নাজমুল হুদা। এছাড়াও উক্ত আলোচনা সভায় ওজোপাডিকোর সকল পর্যায়ে কর্মকর্তা/কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

খুলনা চেম্বার অব কমার্স : গতকাল মঙ্গলবার হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, মহান স্বাধীনতার স্থাপতি, বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর শততম জন্মদিনে খুলনা সিটি কর্পোরেশন এর মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজি আমিনুল হক সহ পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ আনুষ্ঠানিকভাবে কেক কাটেন এবং মুজিব শতবর্ষের প্রণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

জাতির জনকের শততম জন্মদিনে খুলনার সর্বস্তরের ব্যবসায়ী স¤প্রদায়ের পক্ষ থেকে খুলনা চেম্বারের সভাপতি কাজি আমিনুল হক, উর্দ্ধতন সহ-সভাপতি শেখ আসাদুর রহমান, সহ-সভাপতি সিদ্দিকুর রহমান বিশ্বাস বুলু, পরিচালকবৃন্দ এম এ মতিন পান্না, এস এম ওবায়দুল্লাহ, আলহাজ্ব মোঃ মফিদুল ইসলাম টুটুল, ঠাকুর মোঃ শাহ্ আলম, জোবায়ের আহমেদ খান (জবা), মোঃ সিরাজুল হক, কাজী মাসুদুল ইসলাম, শেখ আল্লামা ইকবাল তুহিন, মোঃ আবুল হাসান, দীপক কুমার দাস, মোঃ ইসলাম খান, উজ্জল কুমার গাঙ্গুলী, শেখ মোঃ গাউসুল আজম, খান সাইফুল ইসলাম, মোঃ মনিরুল ইসলাম মাসুম, মোঃ মাহবুব আলম ও চৌধুরী মিনহাজ¦ উজ জামান এবং খুলনা চেম্বারের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন এবং আনুষ্ঠানিকভাবে কেক কাটার মধ্যদিয়ে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালন করেন।

জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি :  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উদযাপন উপলক্ষ্যে সকালে খুলনা জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর পক্ষ থেকে পুনাক সভানেত্রী মিসেস শারমিন আক্তার পুনাক সদস্যদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃত্তিতে পুষ্পার্ঘ অর্পণ করেন। পরবর্তীতে পুনাক কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়। পুনাক সভানেত্রী মিসেস শারমিন আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পুনাক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

নগর ছাত্রলীগ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী ও মুজিব বর্ষ-২০২০ এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করেছে খুলনা মহানগর ছাত্রলীগ। গতকাল ১৭ মার্চ সকাল ৬:৩০ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে এ কর্মসূচী শুরু হয়। এরপর সকাল ৭টায় জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। সকাল সাড়ে ৮টায় খুলনা বেতার কেন্দ্র অবস্থিত জাতির পিতার মুর‌্যালে শ্রদ্ধা নিবেদন করা হয়। সকাল ১০টায় দলীয় কার্যালয়ে কেককাটা অনুষ্ঠান ও জাতির পিতার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। এরপর সকাল সাড়ে ১০টায় সরকারী সুন্দরবন আদর্শ কলেজে আলোচনা ও কেককাটা অনুষ্ঠান ও বেলা ১১টায় আযম খান সরকারী কমার্স কলেজে বৃক্ষরোপন অনুষ্টিত হয়। এরপর দুপুরে বাদ জোহর খুলনা আলিয়া কামিল মাদ্রাসায় জাতির পিতার রুহের মাগফিরাত কামনা করে এবং তার পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়। এরপর দুপুর ২টায় খুলনা আলিয়া মাদ্রাসায় লিল্লাহি বোডিং ও এতিমখানায় এতিমদের মাঝে মহানগর ছাত্রলীগের উদ্যোগে খাবার বিতরণ করা হয়। রাত ৮টায় নগরীর শিববাড়ী মোড় ও রয়েল মোড়ে আতসবাজি ফুটানো হয়।

মহানগর ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য চৌধুরি মোঃ রায়হান ফরিদ, মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক ও মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ পারভেজ হাওলাদার ও সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন, মহানগর যুবলীগের সদস্য কাজী কামাল হোসেন, নজরুল ইসলাম দুলু, শওকাত হোসেন, ইয়াসিন আরাফাত, ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান বাবু, মাসুদ হোসেন সোহান, রণবীর বাড়ই সজল, মাহামুদুল হাসান শাওন, জব্বার আলী হীরা, জহির আব্বাস, মেহেদী হাসান মান্না, জাহিদুর রহমান জাহিদ, দিদারুল আলম, সোহেল শেখ, মাহামুদল হাসান সুজন, আব্দুস সালাম, শিকদার রাসেল, শেখ সাকিব, সোহান হোসেন শাওন, মাহামুদুর রহমান রাজেস, তরিকুল ইসলাম তুফান, এমএ হোসেন সবুজ, বায়েজিদ সিনা, আহানাফ অর্পন, মোঃ রাজু হোসেন, জোয়েব সিদ্দিকী, সাগর মিত্র চিন্ময়, সাইফুল ইসলাম, নাজমুল হক আয়ন, পারভেজ শিকদার, মশিউর রহমান বাদশা, জনি বসু, রুমান আহমেদ প্রমুখ।

শহীদ সোহরাওয়ার্দী কলেজ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে খুলনা শহীদ সোহরাওয়ার্দী কলেজে কর্মসূচীর মধ্যে দিনটি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কেক কাটা, বৃক্ষরোপণ, সাহিত্য প্রতিযোগিতা ও আললোচনা সভা।

কলেজ অধ্যক্ষ মাধব চন্দ্র রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি, সাবেক এম.পি আলহাজ্ব মোঃ মিজানুর রহমান মিজান, বিশেষ অতিথি ছিলেন প্যানেল মেয়র ও কাউন্সিলর আলী আকবর টিপু, প্রধান আলোচক ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. তুহিন রায়, বিশিষ্ট সাংবাদিক, কলাম লেখক ও কালের কন্ঠের খুলনা বুরো প্রধান গৌরঙ্গ নন্দী, ২৫ ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর হালিম, বিশিষ্ট সমাজসেবি ও কবি মুর্শিদা আক্তার রনি সাহিত্য প্রতিযোগিতার আহবায়ক কবি অধ্যাপক মিনু মমতাজ, অধ্যাপক আব্দুল মাজিদ, মাকসুদা আক্তার, ইমরান হোসেন, রায়হান উদ্দিন প্রমুখ।

এদিকে দুপুরে মুজিব শত বর্ষ উপলক্ষ্যে কলেজ প্রাঙ্গনে ১০০টি বৃক্ষ রোপণের উদ্বোধন করেন প্যানেল মেয়র ও কাউন্সিলর আলী আকবর টিপু। জাতির পিতার রাজনৈতিক গুরু শহীদ সোহরাওয়ার্দী নামে এই কলেজটি সরকারিকরণের জন্য প্রধানমন্ত্রী দৃষ্টি আর্কষণ করা হয়।

আহসান উল্লাহ কলেজ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে কেক কেটে, আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে খুলনা আহসান উল্লাহ কলেজ। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় কলেজ ক্যাম্পাসে কলেজের অধ্যক্ষ শহিদুল হক মিন্টু’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক।

উপস্থিত ছিলেন কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, কলেজ কমিটির সদস্য মো. হামিদুল হক, এ্যাড. শাহজাহান কচি, ফারজানা রুপা, আব্দুস সালাম, কাজী আব্দুল মতিন, মাওলানা আজিজুর রহমান সিদ্দিকী, অচিন্ত ঘরামী সহ কলেজের শিক্ষক ও অভিভাবকবৃন্দ। সভা শেষে কেক কেটে কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ করা হয়।

সেন্ট জেভিয়ার্স হাই স্কুল : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় সেন্ট জেভিয়ার্স হাই স্কুলে অত্যন্ত আনন্দমূখ পরিবেশ ও জাকযমকের সাথে কেক কেটে জন্মশতবার্ষিকী পালন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের কার্যকরী পর্ষদের সভাপতি, কেইউজে’র সভাপতি ও নগর আওয়ামী লীগের সাবেক দফতর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ।  অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মোহাম্মাদ মহিউদ্দিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন কার্যকরী পর্ষদের অন্যতম সদস্য মোর্শেদ আহমেদ রিপনসহ অন্যান্য সদস্য, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকদ্বয়, শিক্ষক-শিক্ষিকা ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ। এর আগে বিদ্যালয় প্রাঙ্গনে ও নিকটবর্তী স্থানে বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়।

জেলা মৎস্যজীবী লীগ : বিকেল ৫টায় জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে খুলনা জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের উদ্যোগে খুলনা জিরোপয়েন্টে দোয়া ও আলোচনা সভা এবং কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি মোঃ রাজু আহমেদ এবং সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক কর্ণজিৎ রায় বাপ্পি।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেখ শাকিল হোসেন, এস এম হাফিজুর রহমান লিপু, বুলু রানী মÐল, মোঃ তারেক বিশ্বাস, সঞ্চিতা রায়, নিরুপমা গোলদার, শিশির মÐল, মোঃ বেল্লাল শেখ, শেখ রহমত, মোস্তাক আহমেদ, মোঃ তরিক প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। দোয়া পরিচালনা উপ-দপ্তর সম্পাদক শেখ ওবায়দুর রহমান। অনুষ্ঠানের শেষে কেক কাটা হয়।

বিসমিল্লাহ্ প্রোপার্টিজ : মুজিববর্ষ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বিসমিল্লাহ্ প্রোপার্টিজের দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় কেক কেটে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর কেক কাটা হয়। মঙ্গলবার সকাল ১০টায় মহানগরীর সোনাডাঙ্গাস্থ কার্যালয়ে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিসমিল্লাহ্ প্রোপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বিসমিল্লাহ্ প্রোপার্টিজের উপদেষ্টা ইসরাইল হোসেন।

আলোচনা সভার আগে মোনাজাতে ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে শাহাদতবরণকারী বঙ্গবন্ধুসহ তার পরিবারের অন্যান্য শাহাদতবরণকারী সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *