September 15, 2024
আঞ্চলিক

খুলনায় আগ্নেয়াস্ত্রের স্মার্ট লাইসেন্স কার্যক্রম শুরু

 

তথ্য বিবরণী

খুলনা জেলা ম্যাজিস্ট্রেসি থেকে ইস্যুকৃত এনপিবি পিস্তল, রিভলবার, একনলা বন্দুক, দোনলা বন্দুক,২২ বোর, ৭এমএম, ৮এমএম, ৯এমএম রাইফেল লাইসেন্স এবং ডিলার, মেরামতকারী প্রতিষ্ঠান ও সেফ কিপিং আগ্নেয়াস্ত্র লাইসেন্সধারী সকলের জন্য ১৫ জুলাই থেকে সকল আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্মার্ট লাইসেন্স কার্ডে রূপান্তর করার কার্যক্রম শুরু হয়েছে।

খুলনা সদর থানা ব্যক্তি পর্যায়ে আগামী ২৪ ও ২৫ জুলাই, হরিণটানা থানা (ব্যক্তি পর্যায়ে) ২৮ জুলাই, লবনচরা থানা ২৯ জুলাই, খালিশপুর থানা ৩০ ও ৩১ জুলাই, সোনাডাঙ্গা থানা ৪  ও ৫ আগস্ট, দৌলতপুর থানা ৬ ও ৭ আগস্ট, আড়ংঘাটা থানা ৮ আগস্ট, খানজাহান আলী থানা ১৮ ও ১৯ আগস্ট, বটিয়াঘাটা থানা  ২৮ আগস্ট এবং রূপসা থানা ২১ ও ২২ আগস্ট, ২০১৯ তারিখ স্মার্ট কার্ড ইস্যু ফি বাবদ দুই হাজার টাকা জমা দিয়ে স্মার্ট লাইসেন্স কার্ডে রূপান্তর করা যাবে।

এ সংক্রান্ত ফরম জেলা প্রশাসকের ওয়েব সাইট, ফ্রন্ট ডেক্স ও সংশ্লিষ্ট শাখায় পাওয়া যাবে। অন্যান্য উপজেলার সময়সূচি পরবর্তীতে জানানো হবে। এসংক্রান্ত বিস্তারিত জানতে ০৪১-৭২০৪৫৭, মোবাইল নম্বর- ০১৭৬৩-৪৪৪২২২ এবং ০১৭৭৫-০১২৩৫৮ যোগাযোগ করা যেতে পারে।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *