খুলনায় অস্ত্র-গুলি ও জালনোটসহ মাদক ব্যবসায়ী মেহেদী আটক
দ: প্রতিবেদক
খুলনায় অস্ত্র, গুলি ও জালনোটসহ মেহেদী হাসান সাজু (২৩) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেঠে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃত সাজু যশোরের অভয়নগর থানার বুইকাড়া বৌবাজার এলাকার মোঃ মহসিন মোল্যার ছেলে। গত মঙ্গলবার রাতে তাকে ফুলতলা এলাকা থেকে আটক করা হয়।
পুলিশ জানায়, জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ তোফায়েল আহমেদ এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক সেখ কনি মিয়া, এসআই মুক্ত রায় চৌধুরী পিপিএম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ফুলতলা থানাধীন যুগ্নিপাশা-ধোপাখোল সড়কে ডিউটি করাকালে এক রাউন্ড গুলি লোড অবস্থায় থাকা ১টি পি-শাটারগান এবং ৩৪টি এক হাজার টাকা মূল্য মানের বাংলাদেশী জাল নোটসহ মাদক ব্যবসায়ী সাজুকে গ্রেফতার করেন। ঘটনাস্থল থেকে অভয়নগর এলাকার আরও এক মাদক ব্যবসায়ী মোটর সাইকেল সহ পালিয়ে যায়।
এ ঘটনায় গোয়েন্দা শাখার এসআই মুক্ত রায় চৌধুরী পিপিএম বাদী হয়ে ফুলতলা থানায় একটি অস্ত্র আইন ও একটি বিশেষ ক্ষমতা আইনের দুইটি পৃথক মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত আসামি মেহেদী হাসান সাজুর বিরুদ্ধে যশোর জেলার অভয়নগর থানার আরও বেশ কয়েকটি মাদক মামলা রয়েছে।