September 14, 2024
আঞ্চলিক

খুলনায় অশ্রু মাদকাশক্তি নিরাময় কেন্দ্রে হামলার অভিযোগ

দ. প্রতিবেদক

খুলনা খালিশপুর অশ্রæ মাদকাশক্তি নিরাময় কেন্দ্রে গত শুক্রবার রাত ৮টায় সন্ত্রাসী হামলার অভিযোগ। ঘটোনার সূত্রে জানা যায়, সন্ত্রাসী ইভান অশ্রæ সেন্টারে ঢুকে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় সেখানে কর্মরত ষ্টাফ ও কর্মকর্তাদের উপর চড়াও হয় ইভান। ইভান এ ধরনের ঘটনা এই প্রতিষ্ঠানে এর আগেও ঘটিয়েছিল।

এ ঘটনার সময় উক্ত প্রতিষ্ঠানের পরিচালক আল মামুনজ্জামান (শাওন) প্রতিবাদ করলে, ইভানের সাথে থাকা  ৬-৭ জন এলোপাতারি মারধর শুরু করে তাকে। এসময় তার গলার একটি স্বর্ণের চেন ছিনিয়ে নেই। শাওনের ডাকে লোকজন জড়ো হলে ইভান তাকে জীবননাশের হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনায় খালিশপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এস আই মিঠুন দত্তকে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *