খুলনায় অতিরিক্ত দামে লবণ বিক্রি, দু’জনকে কারাদণ্ড
মো. জয়নাল ফরাজী
খুলনায় অতিরিক্ত দামে লবণ বিক্রি করায় দুইজনকে কারাদণ্ড প্রদান করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। গতকাল মঙ্গলবার ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান।
গতকাল রাতে তিনি এ প্রতিবেদককে জানান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন এঁর নির্দেশনায় ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুপ আলীর তত্ত¡াবধানে খুলনা মহানগরীর বিভিন্ন বাজারে অভিযান চালানো হয়। এ সময় গুজবের সুযোগে অত্যাধিক মুনাফা করার অপরাধে ফুলবাড়িগেট বাজার থেকে আটক হওয়া মোঃ হাসান খান ও দৌলতপুর বাজার থেকে আটক হওয়া মোঃ কাওসার এবং জোড়াকল বাজার থেকে আটক হওয়া মোঃ রফিকুল ইসলামকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়।
তিনি আরও জানান, সকল অনিয়ম ও আইন বহির্ভূত কার্যক্রমের বিরুদ্ধে জেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে। গুজবের বিরুদ্ধে সকলে সজাগ থাকুন ও সচেতন হোন।