October 4, 2024
আঞ্চলিক

খুলনার হাসপাতালগুলোতে করোনা চিকিৎসার প্রস্তুতি নাজুক, জরুরি ব্যবস্থা গ্রহণের দাবি

 

নগর বিএনপির লিফলেট বিতরণ

খবর বিজ্ঞপ্তি

কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, স্থানীয় পত্রিকায় তথ্যউপাত্ত সহ সংবাদ প্রকাশিত হয়েছে যে, খুলনার সরকারি হাসপাতালগুলোতে করোনা চিকিৎসা ব্যবস্থাপনা খুবই অপ্রতুল, প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী নেই বললেই চলে। এই মহামারী প্রতিরোধে যথাযথ ব্যবস্থা গ্রহণে আর একমুহুর্ত কালবিলম্ব নয়, এখনই পদক্ষেপ নিতে হবে।

গতকাল রবিবার নগরবাসীকে সচেতন করার লক্ষে মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর নেতৃত্বে বেলা সাড়ে ১১টায় কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে লিফলেট বিতরণ শুরু পূর্বে মঞ্জু এসব কথা বলেন। পরে কেডি ঘোষ রোড, পিকচার প্যালেস মোড়সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, পরিবহনের যাত্রি সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন।

সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্তজা, মীর কায়সেদ আলী, আব্দুর রহমান, অধ্যক্ষ তারিকুল ইসলাম, সিরাজুল হক নান্নু, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, মহিবুজ্জামান কচি, শফিকুল আলম তুহিন, শাহিনুল ইসলাম পাখি, জালু মিয়া, মুজিবুর রহমান, ইকবাল হোসেন খোকন, সাদিকুর রহমান সবুজ, শেখ সাদী, মো. শাহজাহান, ইউসুফ হারুন মজনু, সাজ্জাদ হোসেন পরাগ, সাজ্জাদ আহসান তোতন, একরামুল কবির মিল্টন, একরামুল হক হেলাল, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, শামসুজ্জামান চঞ্চল, কামরান হাসান প্রমূখ।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *