খুলনার সব পার্ক বন্ধ ঘোষণা
দ. প্রতিবেদক
খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) এলাকার সব পার্ক বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে করোনা ভাইরাস প্রতিরোধে জনসমাগম এড়াতে এ নির্দেশনা জারি করা হয়। খুলনা নগর ভবনে অনুষ্ঠিত বাংলাদেশের করোনা ভাইরাস প্রতিরোধ ও মোকাবিলার লক্ষ্যে কেসিসি এলাকায় জন্য গঠিত কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক।
সভায় করোনা ভাইরাস সংক্রামণ ও বিস্তার রোধে জনস্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বিবেচনা করে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কেসিসির পরিচালিত পার্কসহ নগরীর সব পার্ক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। জনসমাগম এড়াতে পার্ক বন্ধ রাখার এ নির্দেশ দেওয়া হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, পরিচালক স্বাস্থ্য রাশেদা সুলতানা, সিভিল সার্জন সুজাত আহমেদ, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এটিএম মঞ্জুর মোর্শেদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এ কে এম আব্দুল্লাহ, কাউন্সিলরসহ সব কেসিসির কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।
কেসিসি সূত্রে জানা যায়, নগরের শহীদ হাদিস পার্ক, জাতিসংঘ শিশুপার্ক, গোলকমনি শিশুপার্ক, নিরালা শিশুপার্ক, লিনিয়ার পার্কসহ মোট সাতটি পার্ক রয়েছে। এছাড়া খুলনা বটিয়াঘাটার রানা রিসোর্ট অ্যান্ড এমিউজমেন্ট পার্ক (ওয়ান্ডারফুল কিংডম) আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন পার্কের সেলস অ্যান্ড মার্কেটিং ম্যানেজার আলী পাকবাজ জুয়েল।