September 16, 2024
আঞ্চলিক

খুবির স্থাপত্য ডিসিপ্লিনের শিক্ষার্র্থীদের এ্যাওয়ার্ড প্রদান

খবর বিজ্ঞপ্তি
গতকাল রবিবার বিকেল ৪টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে স্থাপত্য ডিসিপ্লিনের উদ্যোগে আর্ককেইউ-বার্জার এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্থাপত্য ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. খন্দকার মাহফুজ-উদ-দারাইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী, বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. উত্তম কুমার মজুমদার, ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর মোঃ শরীফ হাসান লিমন। অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন এক্সটার্নাল কোঅর্ডিনেটর স্থাপত্য ডিসিপ্লিনের প্রফেসর ড. শেখ সেরাজুল হাকিম এবং বার্জার পেইন্টসের সিনিয়র জেনারেল ম্যানেজার মহসিন হাবীব চৌধুরী। এসময় আইন স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ ওয়ালিউল হাসানাত, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ সারওয়ার জাহানসহ সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, শিক্ষার্থী, এ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবক, কর্মকর্তা-কর্মচারি এবং বার্জার পেইন্টস এর প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে বিগত চার বছরের বিভিন্ন ক্রাইটেরিয়ায় মেধার স্বাক্ষর রাখায় শিক্ষার্থীদের মধ্যে এ্যাওয়ার্ড বিতরণ করেন অতিথিবৃন্দ। এর আগে বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে আর্ককেউ-বার্জার প্রচলিত সমঝোতা চুক্তি আরও ৫ বছর বৃদ্ধি সর্ম্পর্কিত এমওইউ স্বাক্ষরিত হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ এবং বার্জার পেইন্ট বাংলাদেশ এর পক্ষে সিনিয়র জেনারেল ম্যানেজার মহসিন হাবীব চৌধুরী স্ব স্ব পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় বার্জার পেইন্টের এমডি রূপালী চৌধুরী এবং খুবি স্থাপত্য ডিসিপ্নিন প্রধানসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *