October 8, 2024
আঞ্চলিক

খুবির শিক্ষক চৈতন্য মল্লিকের পিআরএল-এ গমনে বিদায়ী সংবর্ধনা

খুবি প্রতিনিধি

খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক চৈতন্য কুমার মল্লিক অবসরপ্রস্তুতিমূলক ছুটিতে (পিআরএল) গেলেন। চাকরি শুরু করেছিলেন ১৯৮৭ সালে খুলনা আর্ট কলেজে। দীর্ঘ চড়াই-উৎরাই পার হয়ে সে আর্ট কলেজ আজ খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে রূপান্তরিত হয়েছে। আর এই ইতিহাসের সাথে, অগ্রযাত্রার সাথে জড়িয়ে আছেন চৈতন্য কুমার মল্লিক। তিনি স্বীয় ডিসিপ্লিনের প্রধান (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করেছেন। সুদীর্ঘ কর্মজীবনে অত্যন্ত সাধাসিধে ও বিনয়ী মানুষ হিসেবে সবার কাছে ছিলেন প্রিয়। তেমন কথাই উঠে আসে তাঁর বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে।

ডিসিপ্লিন প্রধান (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চারুকলা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ মনিরুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন প্রিন্টমেকিং ডিসিপ্লিন প্রধান ড. নিহার রঞ্জন সিংহ, ভাস্কর্য ডিসিপ্লিন প্রধান জাহিদা আখতার, সংশ্লিষ্ট ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক পূর্ণেন্দু সরকার এবং শিক্ষার্থীদের মধ্যে চতুর্থ বর্ষের চৈতি। এসময় চারুকলা ইনস্টিটিউটের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *