April 22, 2024
আঞ্চলিক

খুবির এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনে সেমিনার অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

গতকাল মঙ্গলবার বিকাল ৩ টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশ চন্দ্রবসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের উদ্যোগে ‘ফ্লোরিডায় টেকসই এবং জৈব উদ্যান ফসল উৎপাদনের অগ্রগতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. সরদার শফিকুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে প্রাধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জীব বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ রায়হান আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস  এবং সংশ্লিষ্ট ডিসিপ্লিনের সিনিয়র শিক্ষক প্রফেসর ড. সঞ্জয় কুমার অধিকারী। সেমিনারে এডভান্সিং সাসটেইনেবল এন্ড অর্গানিক হর্টিকালচারাল ক্রপ ইন ফ্লোরিডা শীর্ষক মূল নিবন্ধ উপস্থাপন করেন ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. কার্লিনি এ. চেস। তিনি তার নিবন্ধে উদ্যান ফসল উৎপাদনে বিভিন্ন কলাকৌশল সম্পর্কে তুলে ধরেন এবং বিশেষ করে স্ট্রবেরি চাষ এবং উৎপাদন বৃদ্ধি কৌশল উল্লেখ করেন। পরে তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন বাংলাদেশে স্ট্রবেরি চাষে চ্যালেঞ্জ থাকলেও প্রচুর সম্ভাবনা রয়েছে। প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে এদেশে উদ্যান ফসল বিশেষ করে ফল চাষের ব্যাপক সাফল্য অর্জন সম্ভব। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথ শিক্ষা গবেষণার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানের শুরুতে ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণারত খুবির এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক প্রশান্ত কুমার দাস ড. কার্লিনি এ. চেস এর গবেষণা কর্মসহ উল্লেখযোগ্য দিক এবং ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ ইয়ামিন কবির খুবির এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন সম্পর্কে বিভিন্ন তথ্য উপস্থাপন করেন। এসময় ডিসিপ্লিনের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *