খুবিতে সাংস্কৃতিক সপ্তাহ শুরু
খবর বিজ্ঞপ্তি
গতকাল রবিবার বিকেল ৩ টায় আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনে এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের উদ্যোগে আয়োজিত পাঁচদিনব্যাপী সাংস্কৃতিক সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. সরদার শফিকুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোঃ সারওয়ার জাহান। স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর ড. মোঃ মতিউল ইসলাম।
উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্মবোধক গান, কবিতা আবৃতি, কৌতুকাভিনয়, উপস্থিত বক্তৃতা, সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ও বিতর্ক প্রতিযোগিতাসহ বিভিন্ন ধরনের ইনডোর গেম অনুষ্ঠিত হবে। এ সময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।