April 16, 2024
আঞ্চলিক

খুবিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে কর্মসূচি গ্রহণ

 

 

 

যথাযোগ্য মর্যাদায় আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস পালন এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৯ উদযাপন উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ে দুইদিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ২৫ মার্চ গণহত্যা দিবসের কর্মসূচির মধ্যে রয়েছে দু’দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী (অদম্য বাংলার সম্মুখে), বিকেল ৫-১৫ মিনিটে গণহত্যা বিষয়ক মুক্ত চিত্রাংকত (স্থান-অদম্য বাংলার সম্মুখে), সন্ধ্যা ৭টায় অভয়-আলোক প্রজ্জ্বলন (অদম্য বাংলা ও শহীদ মিনারে), সন্ধ্যা ৭-১৫ মিনিটে চলচ্চিত্র প্রদর্শনী (খুবির মুক্তমঞ্চে), রাত ৯-০০ মিনিটে নিষ্প্রদীপ করণ (খুবির অদম্য বাংলায়)।

 

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সকাল ৬ টায় জাতীয় পতাকা উত্তোলন শহীদ তাজউদ্দীন আহমদ প্রশাসন ভবনের সম্মুখে। সকাল ৬-৩০ মিনিটে অদম্য বাংলায় শ্রদ্ধাঞ্জলি অর্পণ। এছাড়া বিকেল ৪ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান (খুবির মুক্তমঞ্চে)।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *