খুবিতে নবনিযুক্ত কর্মকর্তাদের পরিচিতি অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

গতকাল মঙ্গলবার সকাল ১১টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সম্মেলন কক্ষে খুবির অফিসার্স কল্যাণ পরিষদের উদ্যোগে নবনিযুক্ত কর্মকর্তাদের পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি ও উপ-পরিচালক শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় নবনিযুক্ত কর্মকর্তাদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। তিনি নবনিযুক্ত কর্মকর্তাদের প্রতি নিষ্ঠা সততা ও দেশাত্মবোধ নিয়ে কাজ করার জন্য আহবান জানান।

আরও বক্তব্য রাখেন পরীক্ষা নিয়ন্ত্রক (চলতি দায়িত্ব) শেখ শারাফাত আলী, অতিরিক্ত রেজিস্ট্রার টিপু সুলতান, উপ-রেজিস্ট্রার জি এম লুৎফর রহমান, উপ-রেজিস্ট্রার মোঃ তারিকুজ্জামান লিপন, খুলনা বিশ্ববিদ্যালয় স্কুলের সহকারী শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ও বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক উপ-রেজিস্ট্রার দীপক চন্দ্র মন্ডল। এছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় পরিষদের সভাপতি শেখ মুজিবুর রহমান এবং সদস্য নির্বাচত হওয়ায় পরিষদের সাধারণ সম্পাদক দীপক চন্দ্র মন্ডলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *