January 15, 2025
জাতীয়

খুবিতে নতুন যোগদানকারী শিক্ষকদের যোগদান

 

খবর বিজ্ঞপ্তি

খুলনা বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনে প্রভাষক পদে যোগদানকারী শিক্ষকদের সাথে এক পরিচিতিমূলক অনুষ্ঠান গতকাল মঙ্গলবার বিকেল চারটায় উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান যোগদানকৃত নতুন শিক্ষকদেরকে শিক্ষকতার মতো মহৎ পেশা বেছে নেওয়ার জন্য আন্তরিক শুভেচ্ছা জানান। পরিচিতি অনুষ্ঠানে নতুন শিক্ষকদের উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়ে আরও বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস।

এছাড়া নিয়োগপ্রাপ্ত ১২ জন প্রভাষক তাদের স্ব স্ব অভিব্যাক্তি প্রকাশ করে বলেন তাদের প্রচেষ্টা থাকবে আদর্শ শিক্ষক হওয়া এবং নিরন্তর গবেষণা করা। খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্য ভালো কিছু করার এবং ভালো কিছুর দেওয়ার সর্বাত্মক চেষ্টা তারা করবেন যাতে বিশ্ববিদ্যালয়ে র‌্যাংকিংয়ে আরও উপরে উঠতে পারে।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *