খালেদা জিয়ার মুক্তির দাবিতে নগরীতে বিক্ষোভ মিছিল আজ
খবর বিজ্ঞপ্তি
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ শনিবার বিকেল সাড়ে ৩টায় দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনা মহানগর ও জেলা বিএনপির সমাবেশ ও মিছিলের আয়োজক।
কর্মসূচিতে সকলকে উপস্থিত থাকার জন্য আহŸান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, জেলা বিএনপির সভাপতি এ্যাড. এস এম শফিকুল আলম মনা, নগর সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি ও জেলা সাধারণ সম্পাদক আমীর এজাজ খান।