খালেদা জিয়ার কারামুক্তি ও রোগমুক্তি কামনায় খুলনায় দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তি
দুই বছর যাবৎ কারাবন্দী বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তি, রোগমুক্তি ও সুস্থতা কামনা করে খুলনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১১টায় কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে দলের মহানগর ও জেলা শাখার যৌথ উদ্যোগে কেন্দ্র ঘোষিত এ কর্মসূচি পালন করা হয়। এছাড়া বাদ জুম্মা নগরীর সকল ওয়ার্ডের মসজিদে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি এ্যাড. এস এম শফিকুল আলম মনা। উপস্থিত ছিলেন মনিরুজ্জামান মনি, আমীর এজাজ খান, মীর কায়সেদ আলী, শেখ মোশারফ হোসেন, এ্যাড. এস আর ফারুক, রেহানা আক্তার, স ম আব্দুর রহমান, অধ্যক্ষ তারিকুল ইসলাম, মনিরুজ্জামান মন্টু, শেখ আব্দুর রশিদ, এ্যাড. শরিফুল ইসলাম খোকন, এ্যাড. মোল্লা মাসুম রশিদ, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, কামরুজ্জামান টুকু, এ্যাড. কে এ শহিদুল আলম, ইকবাল হোসেন খোকন, আব্দুর রহিম বক্স দুদু, এ্যাড. গোলাম মাওলা, মুজিবর রহমান, শেখ সাদী, সাজ্জাদ আহসান পরাগ, একরামুল হক হেলাল, হাসানুর রশিদ মিরাজ, শামসুজ্জামান চঞ্চল, মাহবুব হাসান পিয়ারু, গোলাম কিবরিয়া, নিয়াজ আহমেদ তুহিন, জসিমউদ্দিন লাবু, আব্দুস সালাম মোল্লা, হাফিজুর রহমান মনি, ইসাহাক তালুকদার, শাহাবুদ্দিন মন্টু, রবিউল ইসলাম রবি, আবু সাঈদ শেখ, আশরাফ হোসেন, মোল্লা ফরিদ আহমেদ, শামসুল বারিক পান্না, নিঘাত সীমা, সাইমুন ইসলাম রাজ্জাক, রাহাত আলী লাচ্চু, ময়েজউদ্দিন চুন্নু, মোহাম্মদ আলী, শেখ হেমায়েত হোসেন, শেখ আবু সাঈদ, মইদুল হক টুকু, মনিরুজ্জামান লেলিন, মেজবাউল আলম, তাজিম বিশ্বাস, শরিফুল ইসলাম, মাসুদ রানা, মুশফিকুর রহমান অভি, বোরহানউদ্দিন সেতু, শফিকুল ইসলাম, কওসারী জাহান মঞ্জু, মুন্নি জামান, শামীম খান প্রমুখ। আসাদুজ্জামান মুরাদের পরিচালনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল গফফার।