খালিশপুর ফুটবল একাডেমির কমিটি গঠন
খবর বিজ্ঞপ্তি
খালিশপুর ফুটবল একাডেমির সভাপতি নির্বাচিত করা হয়েছে কাজী নিয়ামুল হক মিঠুকে এবং সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন। শনিবার রাত সাড়ে ৮টার দিকে খালিশপুর ফুটবল একাডেমি কার্যালয়ে একাডেমির আহ্বায়ক বাবুল হোসেন বাবলাসহ সকল সদস্যদের উপস্থিতিতে সর্ব সম্মতিক্রমে কমিটির নাম ঘোষণা করা হয়। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ৯০দিনের মধ্যে ৩১সদস্য বিশিষ্ট পুণাঙ্গ কমিটি ঘোষণা করতে বলা হয়েছে।
গভায় উপস্থিত ছিলেন মো. বাবুল হোসেন ব্যাপারী, আব্দুর রাজ্জাক হোসেন, রফিকুজ্জামান রফিক, ডা. মো. সাইদুর রহমান, মো. আলম খাঁ, পলাশ কুমার দত্ত, মো. বিল্লাল হোসেন, শফিকুল ইসলাম স্বপন, মোক্তার হোসেন, মোমিনুর রহমান শেখ, মেহেদী হাসান রশিদ, রাসেল শিকদার, মো. সোহাগ, হাফেজ ক্বারী সাব্বির আহম্মাদসহ আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ।