December 8, 2024
আঞ্চলিক

খানজাহান আলী থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

খানজাহান আলী থানা প্রতিনিধি
পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে খানজাহান আলী থানায় বিভিন্ন পেশা জীবিদের সমন্বয়ে ওপেন হাউজ ডে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় থানা চত্বরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপ-পুলিশ কমিশিনার উত্তর (ডিসি নর্থ) মোল্যা জাহাঙ্গীর হোসেন। প্রধান বক্তা ছিলেন সিনিয়র সহকারী পুলিশ কমিশনার দৌলতপুর জোন (পদান্নতি প্রাপ্ত এডিসি) শেখ ইমরান।
খানজাহান আলী থানার অফিসার্স ইনচার্জ মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খানজাহান আলী থানা আ’লীগের সভাপতি শেখ আবিদ হোসেন, খানজাহান আলী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোড়ল আনিসুর রহমান, খানজাহান আলী থাানর ওসি তদন্ত মোঃ কবির হোসেন। মতামত প্রদান করে বক্তৃতা করেন ৩৩নং ওয়ার্ড আ’লীগের সভাপতি ইউসুফ আলী খলিফা, সাধারণ সম্পাদক মোড়ল হাবিুবুর রহমান, মেম্বর খোকন কুমার নন্দি, নুরুল ইসলাম ফকির, মেম্বর আম্বিয়া বেগম, খানজাহান থানা সাংবাদিক ইউনিটির সভাপতি শেখ বদর উদ্দিন, ভাইস-প্রেসিডেন্ট মোঃ শফিউদ্দিন শফিসহ বিভিন্ন পত্রিকার সাংবাদিক ও সুধী সমাজের ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে মাল্টি মিডিয়া প্রজেক্টর ¯øাইডের মাধ্যমে পুলিশের ডিজিটাল সেবাসহ জাতীয় বিভিন্ন সেবা সম্পর্কে এবং পুলিশের জরুরী সেবা সম্পর্কে আলোচনা করা হয়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *