খাদ্যসামগ্রী নিয়ে নিরবে নিরন্ন মানুষের পাশে দিঘলিয়ার ছাত্রলীগ নেতা রনি
দ. প্রতিবেদক : ‘এসো এক সাথে বাঁচা’র প্রত্যয়ে নিরবে নিভৃতে খাদ্যসামগ্রী উপহার নিয়ে দিঘলিয়ার নিরন্ন পরিবারের কাছে যাচ্ছেন খুলনার দিঘলিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি ও আওয়ামী আইন ছাত্র পরিষদ খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক ফোরকান আহমেদ রনি।
ছাত্রলীগের এক অসহায় কর্মীর দ্বারে হঠাৎ রনির আগমন, খালাম্মা ঘরে আছেন? আমি রনি, একটু বাইরে আসেন। সবাই কেমন আছেন বার্তা নিয়ে একটি খাদ্য সামগ্রীর প্যাকেট হাতে দিয়ে প্রধানমন্ত্রীর উপহার পৌছে দিলাম বলেই সালাম দিয়ে ভাল থাকবেন বলে বিদায় নিল সে। এমনটাই বললেন এক ছাত্রলীগ কর্মীর মা।
জানা গেছে, রনি এ পর্যন্ত প্রায় ২৫০ পরিবারের হাতে নিজ অর্থায়নে উপহার হিসাবে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছেন।
তার খাদ্য সামগ্রীর পৌছে দিতে সাহায্য করছেন ও নিরলস পরিশ্রম করছেন খুলনা জেলা ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক কে এম আবু সুফিয়ান, সহ-সম্পাদক মেজবাহ উদ্দিন মাহমুদ শাওন, ছাত্রলীগ নেতা আবুল কালাম আজাদ, মোল্লা মাহমুদ শাওন, আহাদ আলী, আকিদুল ইসলাম, সামছুদ্দিন সুমন, আল-আমিন প্রমুখ।
এ বিষয়ে ছাত্রলীগ নেতা রনি বলেন, নিম্ন আয়ের মানুষদের জীবনে লেগেছে বড় একটি ধাক্কা। বৈশ্বিক মহামারি করোনাভাইরাস প্রতিরোধে সব ধরনের সামাজিক কার্যক্রম বন্ধের পাশাপাশি অবাধে চলাচল নিষিদ্ধ করেছে সরকার। জাতির পিতা বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের একজন গর্বিত কর্মী হিসাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দুর্যোগকালীন সময়ে সামর্থ্য অনুযায়ী কর্মহীন পরিবারের পাশে দাঁড়াতে চেষ্টা করছি। এসময় সমাজের সকল সচ্ছল ব্যক্তিকে ভুক্তভোগী মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আহবান জানান তিনি।