March 21, 2025
জাতীয়

খাগড়াছড়িতে বাবাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

দক্ষিণাঞ্চল ডেস্ক

খাগড়াছড়িতে পাঁচ বছর আগে বাবাকে কুপিয়ে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। গতকাল বুধবার খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ রেজা মো. আলমগীর হাসান আসামির উপস্থিতিতে রায় এ রায় ঘোষণা করেন। দণ্ডিত এরফান আলী জেলার রামগড় উপজেলার সদু কার্বারী পাড়ার বাগান টিলা এলাকার জসিম উদ্দিনের ছেলে। মৃত্যুদণ্ডের পাশাপাশি বিচারক তাকে পাঁচ হাজার টাকার অর্থদণ্ডও দিয়েছেন।

মামলার বিবরণে বলা হয়, মাদকের টাকা নিয়ে বাবা ও ছেলের মধ্যে প্রায়ই বাকবিতণ্ডা হতো। এর জেরে ২০১৪ সালের ২৪ ফেব্র“য়ারি এরফান ধারালো দা দিয়ে তার বাবাকে কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় জসিমের স্ত্রী আনোয়ারা একমাত্র ছেলেকে আসামি করে রামগড় থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ একই বছরের ৩১ আগস্ট এরফানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিলে এ মামলার বিচারকাজ শুরু হয়।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *