December 7, 2024
আঞ্চলিক

কয়রা মদিনাবাদ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে মা সমাবেশ

কয়রা (খুলনা) প্রতিনিধি ঃ ১৮’র আগে বিয়ে নয়’- এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গত ১৪ মার্চ সকাল ১১ টায় কয়রা উপজেলা সদরে অবস্থিত কয়রা মদিনাবাদ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় চত্বরে মা সমাবেশ অনুষ্ঠিত হয়। কয়রা মদিনাবাদ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে ও ইউএসএআইডি এর খাদ্য নিরাপত্তা কার্যক্রম-নবযাত্রা প্রকল্পের সহযোগিতায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র মÐলের সভাপতিত্বে মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কয়রা থানার অফিসার ইনচার্জ তারক বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম. সুলতান মাহমুদ, অধ্যক্ষ অদ্রিশ আদিত্য মÐল ও কয়রা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সরদার নাজমুস ছায়াদাত। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নবযাত্রা সুশীলনের উপজেলা সমন্বয়কারী শহীদুল আহসান, প্রভাষক ইমদাদুল হক, প্রভাষক স্বপ্না রানী, সাবেক প্রেসক্লাব সভাপতি সদর উদ্দিন আহমেদ, প্রধান শিক্ষক মোহাঃ হুমায়ূন কবীর, রমেন রায়, মোস্তফা শহীদ সরোয়ার, সহকারী প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, শিক্ষক রাধা রানী মÐল ও অভিভাবক শাহিদা আক্তার পলি। এসময় প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা, সাংবাদিক সহ ৬ শতাধিক অভিভাবক উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *