কয়রায় হরিণের মাংসসহ ২ জন আটক
কয়রা প্রতিনিধি
কয়রা থানা পুলিশ অভিযান চালিয়ে ৫ কেজি হরিণের মাংস সহ ২ জনকে আটক করেছে। পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কয়রা থানার এস আই নিমাই চন্দ্র কুন্ডুর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে কাটকাটা লঞ্চঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে হরিণের মাংস সহ তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন জালাল গাজী (৫০) ও ওমর ফারুক (৩৫)।
কয়রা থানার অফিসার ইনচার্জ তারক বিশ্বাস বলেন, এ ব্যাপারে কয়রা থানায় বন্যপ্রানী আইনে মামলা দায়ের করা হয়েছে।