April 14, 2024
আঞ্চলিক

কয়রায় সুপেয় পানির উপর কর্মশালা

কয়রা প্রতিনিধি
কয়রা উপজেলা প্রশাসনের উদ্যোগে ও অষ্ট্রোলিয়া ভিত্তিক গবেষনা প্রতিষ্ঠান জিসিএসটিএমআর এবং আইসিডির সহযোগিতায় সুপেয় পানির উপর কর্মশালা অনুষ্ঠিত হয়। গতকাল রবিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহার সভাপতিত্বে কর্মশালায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন পরিকল্পনা মন্ত্রনালয়ের ডেপুটি ডিরেক্টর মোঃ আশরাফ হোসেন।
ফ্রেশ ওয়াটার এন্ড ইমপ্যাক্ট অব স্যালিনিটি অন হেলথ শীর্ষক এ কর্মশালায় বক্তব্য রাখেন অষ্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষক মি. ক্যালিব অ্যামোস, খুলনার সিভিল সার্জন ডাঃ ইয়াছিন আলী, আইসিডিডিআরবির গবেষক আলি আহমেদ, ইঞ্জিনিয়ার মাহিন আল নাহিয়ান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিএম মোহসিন রেজা, ভাইস চেয়াম্যান এ্যাড. আব্দুর রশিদ, কয়রা থানার অফিসার ইনচার্জ তারক বিশ্বাস, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম, আলহাজ্ব আমির আলী গাইন, আঃ ছাত্তার পাড়, আলহাজ্ব সরদার নুরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী প্রশান্ত পাল, মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম সুলতান মাহমুদ, অধ্যক্ষ অদ্রিশ আদিত্য মন্ডল, ড. চয়ন কুমার রায়, মাওলানা ইউনুছ আলী, আবু বকর ছিদ্দিকী, সাংবাদিক সদর উদ্দিন আহমেদ, আইসিডির প্রতিষ্ঠাতা আশিকুজ্জামান প্রমুখ। কর্মশালায় সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, জনপ্রতিনিধি, সাংবাদিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন্ শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *