April 19, 2024
আঞ্চলিক

কয়রায় লবণ সহনশীল গম ও সূর্যমুখীর মাঠ দিবস পালন

 

 

কয়রা প্রতিনিধি

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সরেজমিনে গবেষনা বিভাগ খুলনার উদ্যোগে উপকুলীয় এলাকায় বিএআরআই উদ্ভাবিত গমের বিভিন্ন জাতের উপযোগিতা এর উপর মাঠ দিবস পালন করা হয়েছে। গতকাল বুধবার বিকাল ৩টায় উত্তর বেদকাশিতে বাংলাদেশ কৃষি গবেষনা ইনস্টিটিউট সরেজমিনে গবেষনা বিভাগ খুলনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ হারুনর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলায় বিএআরআই এর কৃষি গকেষনা কেন্দ্রে স্থাপন প্রকল্পের উপ-পরিচালক ড. এস এম কামরুজ্জমান। বিশেষ অতিথি ছিলেন বিএআরআই এর এসএসও ড. মোঃ মোশারাফ হেসেন, কয়রা উপজেলা কৃষি অফিসার এস এম মিজন মাহমুদ, কয়রা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব এ্যাড. কেরামত আলী ও বিএআরআই এর এসও মুস্তফা কামাল শাহাদাত। বক্তব্য রাখেন সরেজমিন গবেষনার বৈজ্ঞানিক সহকারি জাহিদ হাসান, উপ-সহকারি কৃষি অফিসার আঃ মান্নান,স্থানীয় কৃষক চঞ্চল মন্ডল, ফাতিমা খাতুন প্রমুখ। একই অনুষ্ঠানে বিএআরআই উদ্ভাবিত লবনাক্ত জমিতে সুর্যমুখী চাষের এর উপর মাঠ দিবস পালন করা হয়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *