কয়রায় বাল্য বিবাহ ও মাদকাসক্ত নিরাময়ে মতবিনিময় সভা
কয়রা প্রতিনিধি
কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়ন পরিষদের উদ্যোগে বাল্য বিবাহ, ঝরেপড়া শিক্ষার্থী, শিশুশ্রম বন্ধ ও মাদকাসক্ত নিরাময়ের উপর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টায় গড় আমাদী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আমাদী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আমির আলী গাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহা। বিশেষ অতিথি ছিলেন কয়রা থানার অফিসার ইনচার্জ তারক বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম সুলতান মাহমুদ, প্রেসক্লাব সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম, সহকারি শিক্ষা অফিসার আবু খালিদ, অগ্রনী ব্যাংকের ব্যবস্থাপক মোশারফ হোসেন ও আমাদী খান সাহেব কোমর উদ্দিন কলেজের অধ্যক্ষ ড. চয়ন কুমার রায়।
বক্তব্য রাখেন প্রধান শিক্ষক রাজিব কুমার বাছাড়, সৌমিত্র কুমার সানা, মাওলানা আশরাফুল আলম, ইউপি সদস্য প্রশান্ত কুমার বাইন, বিশ্বজিৎ কুমার সিনহা, শিক্ষক ইবাদুল হক, মোজাফফর হোসেন, পবিত্র কুমার দাস, অমল কৃঞ্চ, লোকমান হোসেন প্রমুখ। অনুষ্ঠানে, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশিল সমাজের প্রতিনিধি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।