কয়রায় ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
কয়রা উপজেলার গিলাবাড়ী হাই স্কুল মাঠে ১৩ আগস্ট দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মহেশ্বরীপুর যুব সমাজ আয়োজিত এ অনুষ্ঠানে কোন খরচ ছাড়া দাঁতের চিকিৎসা, ব্লাড গ্র“পিং, ডায়াবেটিস পরীক্ষাসহ নানা ধরনের চিকিৎসা সেবা গ্রহণ করেছেন প্রায় তিন শতাধিক মানুষ। এ সময় চিকিৎসা প্রদান করেন ডা. আব্দুর রব ও ডা. আব্দুর রহমান।
মো. ইয়াছিন আলম এর উদ্যোগে কর্মসূচী বাস্তবায়নে সার্বিক সহযোগিতায় ছিলেন জিএম গোলাম রাব্বানী, মহাসিন রেজা, ডালিম হোসেন, আনিছুর রহমান পলাশ। এছাড়া চিকিৎসা সেবায় সহযোগীতা করেন এস,আই, জাকির হোসেন, মোস্তাফিজ, ফাহাদ, মোস্তাকিম, শাহারুল, আবুল হোসেন। সেবা গ্রহণকারী সাধারণ মানুষ পুনরায় এ ধরনের সেবা পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।