October 8, 2024
আঞ্চলিক

ক্ষেতমজুর সমিতি জেলা শাখার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

“কাজ মজুরি জমি অধিকার ইনসাফ চাই, বরাদ্দ লুটপাটের বিরুদ্ধে করো লড়াই, বাঁচার জন্য রেশন-পেনশন-কাজ-মজুরি-পূর্ণ ট্রেড ইউনিয়ন অধিকার চাই” শীর্ষক ¯েøাগানে গতকাল শুক্রবার বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি খুলনা জেলা সম্মেলন সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি, খুলনা জেলা’র উদ্যোগে সংগঠনের কার্যালয়ে খুলনা জেলা প্রতিনিধি সম্মেলন-২০২০ অনুষ্ঠিত হয়।

প্রতিনিধি সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা সভাপতি এড. চিত্তরঞ্জন গোলদার এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক অশোক কুমার সরকার। সম্মেলনের শুরুতে শোক প্রস্তাব পাঠ করেন জেলা সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল এবং শোক প্রস্তাব পাঠ শেষে ১ মিনিট নিরবতা পালন করা হয়। জেলা সাধারণ সম্পাদক অশোক কুমার সরকার জেলা কমিটির খসড়া রিপোর্ট উত্থাপিত করেন। এ রিপোর্টের উপর আলোচনা করেন নিতাই পাল, কিংশুক রায়, সরকার ভূষণ চন্দ্র তরুণ, নীরজ রায়, তুলসী দাস রায়, এড. প্রশান্ত কুমার মÐল, সুবির বর্ধন, সদস্য মোস্তাইন গাজী, অমিয় দাস রায়, গুলজার রহমান, রেবতী মিস্ত্রী, বিধান মÐল, দেলোয়ার হোসেন, অপর্না রায়, রাশিদা বেগম প্রমুখ। বক্তব্য রাখেন এস এ রশীদ, শেখ আব্দুল হান্নান, এইচ এম শাহাদৎ।

দ্বিতীয় অধিবেশনে এড. চিত্তরঞ্জন গোলদারকে সভাপতি, অশোক কুমার সরকারকে সাধারণ সম্পাদক ও মোঃ দেলোয়ার হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট জেলা ক্ষেতমজুর সমিতি’র এক কমিটি গঠন করা হয়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *