ক্রিকেটার মিরাজের বাসায় চুরি
জাতীয় দলের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজের বাসায় চুরি হয়েছে।
মিরপুরের রাকিন সিটির বাসায় চুরির অভিযোগে বুধবার রাতে তিনি মামলা করেন বলে কাফরুল থানার ওসি মো. আলিমুজ্জামান জানিয়েছেন।
মিরাজের ফ্ল্যাটটি পাঁচ দিন ধরে ফাঁকা ছিল। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ম্যাচ চলায় দলের সঙ্গে তিনিও সস্ত্রীক হোটেলে ছিলেন।
আলিমুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার সন্ধ্যায় মিরাজ ফ্ল্যাটে ফিরে দেখেন ড্রয়ার ভাঙা। তাতে থাকা ২৫ ভরি স্বর্ণালঙ্কার ও ৬০০ মার্কিন ডলার নেই।
“ফ্ল্যাটের মূল দরজা ও তালা অক্ষত ছিল। ধারণা করা হচ্ছে, নকল চাবি ব্যবহার কর চুরি হয়েছে।”
এ বিষয়ে জানতে চাইলে মিরাজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাইরে তালা ঠিকই আছে, কীভাবে যে ঢুকেছে বুঝতে পারছি না। পুরো বাসা এলোমেলো হয়ে আছে। কিছুই ঠিক জায়গায় নেই। কত টাকার ক্ষতি হয়েছে এখনও বুঝতে পারছি না। নগদ টাকা, ডলার, সোনার গয়না, ডায়মন্ডের রিং সব গেছে।”