কেশবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত আ’লীগ নেতার দাফন
কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত সুফলাকাটি ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সভাপতি সোলাইমান হোসেন গাজীর (৭২) নামাজে জানাজা শনিবার সকাল ১১ টায় কলাগাছি গ্রামে অনুষ্ঠিত হয়েছে। নামাজে জানাজা শেষে কলাগাছি গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
উল্লেখ্য মঙ্গলবার (১২ জুন) কেশবপুরের পাঁজিয়া কলাগাছি সড়কের খতিয়াখালী দাসপাড়ায় মোটর সাইকেল দূর্ঘটনায় সোলাইমান গাজী আহত হয় এবং চিকিৎসাধীন অবস্থায় খুলনা সিটি হাসপাতালে শুক্রবার রাত পৌনে এগারোটার দিকে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি……রাজিউন)।
এদিকে আওয়ামী লীগ নেতা সোলাইমান হোসেন গাজীর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন যশোর জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম, যশোর জেলা পরিষদের সদস্য আলহাজ্ব হাসান সাদেক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, পৌর মেয়র রফিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগনেতা এ্যাড. মিলন মিত্র, সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান মাষ্টার আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মনি প্রমুখ।