কেশবপুরে সাবেক চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকী পালিত
কেশবপুর (যশোর) প্রতিনিধি
কেশবপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান ও কেশবপুর মধুশিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব জি.এম. এরশাদের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সকালে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর মধুশিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে আলোচনা সভায় বক্তব্য রাখেন ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মাওঃ মোশারাফ হোসেন। এসময় বিদ্যালয়ের দাতা সদস্য মরহুম আকরাম হোসেনের রুহের মাগফিরাত কামনা করেও মোনাজাত করা হয়।