October 3, 2024
আঞ্চলিক

কেশবপুরে চালককে কুপিয়ে ব্যাটারি চালিত ভ্যান ছিনতাই

 

কেশবপুর (যশোর) প্রতিনিধি

কেশবপুর উপজেলায় মঙ্গলকোট গ্রামের আবু শাহিন (১৪) নামের এক কিশোরকে কুপিয়ে তার শেষ সম্বল ব্যাটারি চালিত ভ্যান ছিনতাই করে নিয়েছে  ৪ দুর্বৃত্ত।

জানা যায়, উপজেলার মঙ্গলকোট গ্রামের হায়দার মোড়লের ছেলে আবু শাহীন প্রতিদিনের ন্যায় জীবিকার তাগিদে শুক্রবার সকালে বাড়ি থেকে ব্যাটারি চালিত ভ্যান নিয়ে বেরিয়েছিল। কিন্তু যাত্রীবেশে ৪ দুর্বৃত্ত পাশ্ববর্তী পাটকেলঘাটা থানার ধানদিয়া গ্রামের পথের মাঝে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ভ্যানটা হাতিয়ে নেয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয় অবস্থার অবনতি হলে তাকে খুলনা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। উন্নত চিকিৎসার জন্য গতকাল তাকে ঢাকায় নেওয়া হয়েছে।

এদিকে ঘটনার বিষয়ে পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ মোঃ রেজাউল ইসলাম জানান, সম্ভবত পূর্ব শত্র“তার জেরে ছেলেটিকে ধানদিয়ায় এনে হামলা চালিয়েছে। তাদের একজনকে ছেলেটি চিনতে পেরেছে। তিনি আরও জানান, হামলাকারীদের দ্রæত গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *