September 14, 2024
আঞ্চলিক

কেশবপুরে উপজেলা আ’লীগ সম্পাদকের সংবাদ সম্মেলন

 

কেশবপুর (যশোর) প্রতিনিধি

যশোরের কেশবপুর প্রেসক্লাব কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে উপজেলার ৪ ইউনিয়নে নূতন কমিটি গঠনের ঘোষনা এবং পৌর আওয়ামীলীগের আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা ২১ জুনের ওই সংবাদ সম্মেলনে উপজেলার ১ নম্বর ত্রিমোহিনী ইউনিয়নে আব্দুল আলিম ওরফে বাবলু বিশ্বাসকে আহবায়ক ও মো. আব্দুল জব্বার মোড়ল, কাজী তৌহিদুল হক, আলমগীর হোসেন ওরফে টিপুকে যুগ্ম আহবায়ক, ৪ নম্বর বিদ্যানন্দকাটী ইউনিয়নে বিএম ইব্রাহিম হোসেনকে আহবায়ক ও মো. রফিকুল ইসলাম, মো. আব্দুল সামিদ মোড়ল, আজাদ আবেদিনকে যুগ্ম আহবায়ক, ১০ নম্বর সাতবাড়িয়া ইউনিয়নে জি এম হোসেন আলীকে আহবায়ক ও মো. খলিলুর রহমান, অজিত কুমার নন্দী, আনসার আলীকে যুগ্ম আহবায়ক, ১১ নম্বর হাসানপুর ইউনিয়নে মো. ওবাইদুর রহমান ওরফে ওহাবকে আহবায়ক ও সিরাজুল ইসলাম, আব্দুল হান্নান, মাজেদুর রহমানকে যুগ্ম আহবায়ক করে প্রত্যেক ইউনিয়নে ৪১ সদস্য বিশিষ্ট আওয়ামীলীগের আহবায়ক কমিটি ঘোষণা করেন। একই সাথে পৌর আওয়ামীলীগের আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে তিনি লিখিত বক্তব্য দেন।

উপজেলার বৃহত্তর দু‘টি ইউনিয়ন যথাক্রমে ত্রিমোহিনী ও বিদ্যানন্দকাটী ইউনিয়ন বিভাজ্য করে ৪টি নব-গঠিত ইউনিয়ন হওয়ায় বৃহত্তর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির কার্যকারিতা না থাকায় দীর্ঘদিন নব গঠিত ৪টি ইউনিয়ন আওয়ামী লীগের কার্যক্রম ব্যহত হওয়ায় যশোর জেলা আওয়ামীলীগের পরামর্শ ও নির্দেশক্রমে নব-গঠিত ওই ৪টি ইউনিয়নে আগামী ৩ মাসের জন্য আহবায়ক কমিটি ঘোষনা করা হয়। অপর দিকে গত ১৮ বছর পৌর আওয়ামী লীগের আহবায়ক কমিটি কাউন্সিল করতে ব্যর্থ হওয়ায় গঠনতন্ত্রের নির্বাহী ক্ষমতা বলে পৌর আওয়ামী লীগের আহবায়ক কমিটি বিলুপ্ত করা হলো।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *