April 14, 2024
আঞ্চলিক

কৃষি বিপ্লব ঘটাতে সরকার মেগা প্রযুক্তি গ্রহণ করেছে : ডিজি

বটিয়াঘাটা প্রতিনিধি

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মীর নুরুল আলম বলেছেন, পরাধীনতার হাতকে মুক্ত করতে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে স্বাধীন করতে যে ডাক দিয়েছিলে জাতিকে সে ডাকে স্বাধীনতা রক্ষা হলেও দেশ গঠনের ক্ষেত্রে বঙ্গবন্ধুর সে ডাক এখনো শেষ হয়নি। বঙ্গবন্ধুর সেই লক্ষ্য ও আদর্শকে বাস্তবায়ন করতে কৃষি বিপ্লব ঘটাতে সরকার মেগা প্রযুক্তি গ্রহণ করেছে। তিনি গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় বটিয়াঘাটা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও খুলনা গণপূর্ত বিভাগ-২ এর বাস্তবায়নে  ১ কোটি ১ লক্ষ টাকা ব্যয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ ভবন ও প্রশিক্ষণ কেন্দ্রের চলমান নির্মাণাধীন ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপনকালে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভবন নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ তাজুল ইসলাম পাটোয়ারী, কৃষি বিভাগের খুলনা অঞ্চলের অতিঃ পরিচালক কৃষিবিদ কাজী আঃ মান্নান, উপ-পরিচালক কৃষিবিদ পঙ্কজ কান্তি মজুমদার, গণপূর্ত -২ এর নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মাসুম,উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খান,বীর মুক্তিযোদ্ধা ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন মন্ডল, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রবিউল ইসলাম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, ইউ,পি চেয়ারম্যান শেখ হাদী-উজ-জামান হাদী, কৃষিসম্প্রসারণ কর্মকর্তা ইনসাদ ইবনে আমিন,সাংবাদিক শাহীন বিশ্বাস, সাংবাদিক পরিতোষ রায় সহ কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও গন্যমান্য ব্যক্তিবর্গ। পরে মহাপরিচালক উপজেলা বয়ারভাঙ্গা বিশ্বম্ভর মাধ্যমিক বিদ্যালয় চত্বরে ডিএই কৃষি প্রযুক্তি মেলার উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্ভোধন করেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *