কুয়েট কর্মচারী সমিতির নবনির্বাচিতদের বঙ্গবন্ধুর ভাষ্কর্যে পুষ্পমাল্য অর্পন
খানজাহান আলী থানা প্রতিনিধি
কুয়েট কর্মচারী সমিতির (৪র্থ শ্রেণী) নবনির্বাচিত নেতৃবৃন্দ গতকাল মঙ্গলবার বিকালে কুয়েট ক্যাম্পাসে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কার্যে পুষ্পমাল্য অর্পনের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় সমিতির নবনির্বাচিত সভাপতি শেখ এরশাদ আলী, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, সহ-সভাপতি মো. মহিদুল ইসলাম মিলন, মো. রিজাউল মোড়ল, সহ-সাধারণ সম্পাদক মো. মুরাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. সবুজ কাজী, কোষাধ্যক্ষ মো. আব্দুল বারেক, সাহিত্য, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সোহাগ খান, প্রচার ও সমাজ কল্যাণ সম্পাদক হিরক মন্ডল, দপ্তর সম্পাদক মো. ফারুক হোসেন এবং নির্বাহী সদস্য মোসা.নার্গিস বেগম, উজ্জ্বল বাগচী ও মো. জামাল হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।