April 27, 2024
আঞ্চলিক

কুয়েটে আন্তর্জাতিক নারী দিবস পালিত

 

খবর বিজ্ঞপ্তি

খুলনা প্রকৌশল ও প্রযু্িক্ত বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) রোকেয়া হলের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস ২০১৯ পালিত হয়েছে। ০৮ মার্চ শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। এসময় তিনি বলেন, নারীরা এখন আর পিছিয়ে নেই, সর্বক্ষেত্রেই তাদের বিচরণ পুরুষদের সমানতালে এগিয়ে চলেছে। দেশের সার্বিক উন্নয়নের জন্য নারীদেরকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোকেয়া হলের প্রভোস্ট প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ। বিশেষ অতিথির বক্তৃতা করেন পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার, বাংলাদেশ রেলওয়ের পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের প্রধান প্রকৌশলী (ভায়াডাক্ট ব্রীজ) নাজনীন আরা কেয়া, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের উপ-পরিচালক নিভা রাণী পাঠক, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সরকার ও রাজনীতি বিভাগের সাবেক শিক্ষক ড. সরাইয়া ইয়াসমিন হীরা। এছাড়া, অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. নাছরিন আক্তার ও রোকেয়া হলের সহকারী প্রভোস্ট মেহনুমা তাবাসসুম ওমর। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও রোকেয়া হলের ছাত্রীরা উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *