কুয়েটের সেন্ট্রাল লাইব্রেরীতে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের বিদায় সংবর্ধনা
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সেন্ট্রাল লাইব্রেরীতে কর্মরত সেকশন অফিসার (গ্রেড-২) মোমেনা খাতুন, মেসেঞ্জার পিয়ন মোঃ আফসার আলী ও সিনিয়র বুক সর্টার সরদার আব্দুস সাত্তার এর বিদায় সংবর্ধনা ১২ মার্চ মঙ্গলবার দুপুর ১২.৩০ টায় সেন্ট্রাল লাইব্রেরীতে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। লাইব্রেরীয়ান মোঃ আক্কাস উদ্দিন পাঠান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. কাজী হামিদুল বারী, সাবেক ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, কর্মচারীদের মধ্যে সুরুজ্জামান হানিফ। এসময় লাইব্রেরী কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষক, লাইব্রেরীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপ¯ি’ত ছিলেন।