October 3, 2024
জাতীয়

কুষ্টিয়ায় শিশু অপহরণচেষ্টার অভিযোগে তরুণ আটক

 

 

দক্ষিণাঞ্চল ডেস্ক

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় স্কুল ছুটির পর শিশু অপহরণচেষ্টার অভিযোগে এলাকাবাসী এক তরুণকে আটক করে পুলিশে দিয়েছে। উপজেলার আমলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আশরাফুল ইসলাম জানান, সোমবার বেলা ১টার দিকে কাতলামারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছ থেকে ফয়সাল (২৫) নামে এই তরুণকে আটক করা হয়। ফয়সালের বাড়ি নারায়ণগঞ্জ বলে জানালেও পুলিশ তার ঠিকানা বলতে পারেনি।

স্থানীয়রা জানান, স্কুল ছুটির পর জিসান নামে প্রথম শ্রেণির একটি শিশুকে আইক্রিম দেওয়ার কথা বলে ডেকে নেন ফয়সাল। তারপর তিনি মেহেরপুরগামী বাসে ওঠার চেষ্টা করলে তার সহপাঠীরা চিৎকার করে। এ সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেয়।

এসআই আশরাফুল বলেন, শিশু অপহরণচেষ্টার অভিযোগে স্থানীয়দের হাতে আটক ফয়সালকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *