কুষ্টিয়ায় মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন
দক্ষিণাঞ্চল ডেস্ক
কুষ্টিয়ায় মাদক মামলায় তিনজনের যাবজ্জীবন দিয়েছে আদালত। কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ অরূপ কুমার গোস্বামী গতকাল বুধবার এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্তরা হলেন জেলার দৌলতপুর উপজেলার কান্দিরপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে শামীম আহম্মেদ ওরফে রনি (৩২), পাবনার শালঘরিয়া গ্রামের জমির উদ্দিনের ছেলে আতাউর রহমান আকাশ ও মহেন্দ্রপুর গ্রামের সিরাজ বিশ্বাসের ছেলে লিটন। তাদের মধ্যে রনি রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত থাকলেও অন্য দুইজন পলাতক রয়েছেন।
ওই আদালতের পিপি অনুপ কুমার নন্দী মামলার নথির বরাতে জানান, ২০১৭ সালের ২১ নভেম্বর মিরপুর উপজেলার সুলতানপুর গ্রামে অভিযান চালিয়ে একটি প্রাইভেট কার থেকে ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় মিরপুর থানায় মামলা হয়। তদন্ত শেষে ২০১৮ সালের ৮ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
পিপি অনুপ বলেন, সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত তিন আসামিকে দোষী সাব্যস্ত করে এই শাস্তি দিয়েছে। পলাতক আসামিরা আটকের দিন থেকে তাদের সাজা শুরু হবে।