December 6, 2024
জাতীয়

কুষ্টিয়ায় এসপির নামে প্রতারণার অভিযোগে যুবক আটক

 

দক্ষিণাঞ্চল ডেস্ক

কুষ্টিয়ার পুলিশ সুপারের আত্মীয় পরিচয়ে কনস্টেবল পদে চাকরি দেওয়ার কথা বলে ১০ লাখ টাকার ঘুষ নেওয়ার অভিযোগে একজনকে আটক করেছ পুলিশ। পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত জানান, সোমবার বেলা দেড়টায় কুষ্টিয়া পৌর অডিটোরিয়ামের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক শাকিল হোসেন (৩০) জেলার মিরপুর উপজেলার মধ্যপাডা গ্রামের সাহাবুদ্দিনের ছেলে।

পুলিশ সুপার বলেন, আমার আত্মীয় পরিচয়ে চাকরি দেওয়ার কথা বলে শাকিল এক তরুণীর সঙ্গে ১০ লাখ টাকার চুক্তি করেন। সেই টাকা লেনদেন হচ্ছে এমন অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ লাখ টাকার একটি চেক জব্দ করে পুলিশ। অভিযোগ আছে, শাকিল আরও বেশ কয়েকজনের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন।

তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা হয়েছে জানিয়ে তিনি বলেন, আগামী ১ জুলাই কুষ্টিয়া পুলিশ লাইন্সে পুলিশ সদস্য পদে লোক নিয়োগ করা হবে। যারা যোগ্য হবেন তারা সরকার নির্ধারিত ফি ১০০ টাকায়ই তাদের চাকরি দেওয়া হবে। অবৈধ প্রক্রিয়ায় টাকা লেনদেন থেকে সবাইকে বিরত থাকার অনুরোধ করছি। কোনো অভিযোগের সত্যতা পেলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *