December 8, 2024
আঞ্চলিক

কুয়েটের ছাত্র হলে, সিনেমার মতো চুরি

শুক্রবার দুপুর বেলা কুয়েটের ড. এম এ রশিদ হলের রুম নাম্বার ৩১২ থেকে অভিনব কায়দায় চুরি হলো চার্জার সহ  দুইটা ল্যাপটপ, দুইটা মোবাইল এবং দুই তিন হাজার টাকা।  

নামাজের সময় সবাই যখন বের হচ্ছে বা হয়েছে তখন একজন লোক হলে ঢুকতে চাই। কর্তব্যরত দারোয়ান যখন তার কাছে তার উপস্থিতির কারন জিজ্ঞাসা করেন তখন তিনি বলেন তিনি তার ভাগ্নের সাথে দেখা করতে এসেছেন। দারোয়ান তার ভাগ্নেকে নিচে আসতে বলেন কিন্তু তিনি ফোনের লাউড স্পিকারে শুনিয়ে দিয়েছেন এমন যে তার ভাগ্নে এখন গোসল করতেছে তাই তাওয়েল পরা অবস্থায় সে নিচে নামতে পারবেন না। 

এরপর দারোয়ান তাকে ছেড়ে দিলে তিনি খুব সুচারুভাবে কাজটি সম্পন্ন করেন।  

চুরির সময় রুমে একজন ঘুমন্ত অবস্থায় ছিল।  

ঘটনাটির পরছাত্ররা পুলিশের সহায়তা নিয়েছে এবং বিভিন্ন দোকান ও বাস কাউন্টারে কথা বলেছে এবং অনেকেই বলেছে তারা এই লোকটিকে দেখেছে। 

ঘটনাটি রাকিবুল রাকিবের ফেসবুক স্ট্যাটাস থেকে সংগ্রহীত তিনি বর্তমানে কুয়েটের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যয়নরত।   

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *