October 8, 2024
জাতীয়

কিশোরগঞ্জ-১ আসনে একক প্রার্থী লিপি

দক্ষিণাঞ্চল ডেস্ক
কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনের পুনর্নির্বাচনে একক প্রার্থী আওয়ামী লীগের ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি। গতকাল রবিবার দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়।
মনোনয়নপত্রে অসম্পূর্ণ তথ্য দেওয়ায় গণতন্ত্রী পার্টির প্রার্থী দলটির প্রেসিডিয়াম সদস্য ও জেলা সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন এবং জাতীয় পার্টির প্রার্থী জাতীয় মৎস্যজীবী পার্টির সিনিয়র সহ-সভাপতি মো. মোস্তাইন বিল­াহ এর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী এ ঘোষণা দেন। আওয়ামী লীগ প্রার্থী ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি শহীদ সৈয়দ নজরুল ইসলামের মেয়ে ও প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের ছোট বোন।
এর আগে, ৩১ জানুয়ারি মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় পর্যন্ত তিন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। তারা হলেন- আওয়ামী লীগ প্রার্থী ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি, জাতীয় পার্টির প্রার্থী জাতীয় মৎস্যজীবী পার্টির সিনিয়র সহ-সভাপতি মো. মোস্তাইন বিল­াহ এবং গণতন্ত্রী পার্টির প্রার্থী দলটির প্রেসিডিয়াম সদস্য ও জেলা সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন।
কিশোরগঞ্জ-১ আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩১ জানুয়ারি, ৩ ফেব্র“য়ারি বাছাই আর ১০ ফেব্র“য়ারি প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন এবং ২৮ ফেব্র“য়ারি ভোটগ্রহণের দিন নির্ধারণ করে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *