কলারোয়া সীমান্তে ১২ কেজি চা-পাতাসহ আটক ১
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়া সীমান্তে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ১২ কেজি চা-পাতিসহ মনিরুজ্জামান মোল্লা (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে। সে উপজেলার গাড়াখালী গ্রামের সামসুল হক মোল্লার ছেলে। গতকাল সোমবার বেলা ১২টার দিকে টহলরত ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের সদস্য তাকে আটক করেন।
ঝাউডাঙ্গা বিশেষ ফাড়ির নায়েক মিজানুর রহমান জানান, বেলা ১২টার দিকে ওই ব্যক্তি ৯ হাজার টাকা মুল্যের ১২ কেজি ভারতীয় চা-পাতি নিয়ে উপজেলার বাগাডাঙ্গা রোড দিয়ে আসার সময় তাকে আটক করা হয়। এ বিষয়ে তিনি বাদী হয়ে কলারোয়া থানায় একটি মামলা নং-২০(০২)২০২০ দায়ের করেছেন।