কলারোয়ায় ১০৪ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়ায় ১০৪ বোতল ফেনসিডিলসহ নাজমুল ইসলাম (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। সে উপজেলার হিজলদী গ্রামের আমজেদ কারিকরের ছেলে।
থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস জানান- গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ৬টার দিকে অভিযান চালিয়ে নামজুল ইসলামকে তার বাড়ী থেকে আটক করেন। এসময় তার কাছ থেকে ১০৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এঘটনায় কলারোয়া থানায় একটি মামলা হয়েছে।