October 8, 2024
আঞ্চলিক

কলারোয়ায় সরদার মুজিবের স্ত্রী নাসরীন জাহানের দাফন সম্পন্ন

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
বঙ্গবন্ধু সৈনিকলীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ.সভাপতি ও সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক সরদার মুজিবের স্ত্রী নাসরীন জাহানের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল জোহারের নামাজের পর কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের নাকিলা প্রাইমারি স্কুল মাঠে নামাজে জানাজা শেষে মরহুমাকে নাকিলা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজাপূর্ব আলোচনায় অংশ নেন মরহুমার স্বামী সরদার মুজিব, কলারোয়া উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন, তালা উপজেলা ভাইস চেয়ারম্যান ইকতিয়ার হোসেন, কেরালকাতা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ সরদার, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি সাবেক চেয়ারম্যান অধ্যাপক এমএ কালাম ও মরহুমার দেবর উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক চেয়ারম্যান সম মোরশেদ আলী। উপস্থিত ছিলেন-কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, প্রফেসর আবু বকর সিদ্দিকী, সাতক্ষীরা জজ কোর্টে এপিপি শেখ তামিম আহমেদ সোহাগ, কয়লা ইউপি চেয়ারম্যান শেখ ইমরান হোসেন, কলারোয়া পৌর আ.লীগের সভাপতি আজিজুর রহমান, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও কলারোয়া নিউজ’র সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, সদস্য আনোয়ার হোসেন, কলারোয়া রিপোর্টাস ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, পৌরসভা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার আলী, ক্যামিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি আলহাজ্ব কাজী শামসুর রহমান, হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আব্দুল বারিক, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক, উপজেলা যুবলীগের সভাপতি কাজী আসাদুজ্জামান শাহাজাদা ও শেখ মাছুমুজ্জামান মাসুম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আশিকুর রহমান মুন্নান, সাধারণ সম্পাদক রেজনুজ্জামান লিটু, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আব্দুর রহিম, কৃষকলীগের সভাপতি আমানুল্লাহ আমান, কলারোয়া সরকারি কলেজের সাবেক এজিএস মোস্তাফিজুর রহমান মোস্ত, উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি রুবেল মল্লিক, সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন স¤্রাট, আ.লীগ নেতা সাংবাদিক সরদার জিল্লুর রহমান, মিজানুর রহমান , ইউপি সদস্য নুরুল ইসলাম ও আনারুল ইসলাম প্রমুখ। আলোচনা পর্ব সঞ্চালনা করেন মরহুমার আরেক দেবর উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান কেরালকাতা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান বাবু। জানাজা নামাজ পরিচালনা করেন কাজিরহাট হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক মাওলানা শরিফুল ইসলাম। দাফন সম্পন্নের পরে বিশেষ দোয়া পরিচালনা করেন নাকিলা মসজিদের ইমাম মাওলানা বাবর আলী। উল্লেখ্য-সোমবার (১৮ফেব্রæয়ারী সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না—-রাজেউন)। তিনি দীর্ঘদিন হার্ট, কিডনি, ডায়বেটিস ও ক্যান্সার রোগে ভুগছিলেন। প্রয়াত নাসরীন জাহান রাজধানী ঢাকার মিরপুর সেনানিবাসের স্টাফ কলেজে সিডবিøউসি পদে (পরিবার পরিকল্পনা সহকারী) কর্মরত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫০বছর। স্বামী ও ২ ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন তিনি।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *