March 26, 2025
আঞ্চলিক

কলারোয়ায় যুগান্তরের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
কলারোয়ায় দৈনিক যুগান্তরের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। দৈনিক যুগান্তরের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে কলারোয়ায় কেক কাটা, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপযাপন উপলক্ষে শুক্রবার সকাল ১১টায় কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নিজস্ব কার্যালয়ে যুগান্তরের কলারোয়া প্রতিনিধি মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি যুগান্তর সাহসী ও বস্তুনিষ্ঠ সংবাদের প্রশংসা করে বলেন-আমি নিজেই যুগান্তরের নিয়মিত পাঠক, যুগান্তরের সর্বাঙ্গন ও মঙ্গল দির্ঘায়ু কামনা করেন তিনি। বিশেষ অতিথি হিসেবে সাতক্ষীরা প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও কালের কন্ঠের সাতক্ষীরা প্রতিনিধি মোশাররফ হোসেন, কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ্যাড. শেখ কামাল রেজা, কলারোয়া উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধরী, সিরাজুল ইসলাম ফাউন্ডেশনের মহা-পরিচালক কামরুল ইসলাম সাজু। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সাতক্ষীরা জর্জ কোর্টের আইনজিবি এ্যাড.কাজী আব্দুল্লাহ আল হাবিব। এছাড়া অনুষ্ঠানে কলারোয়ার বিভিন্ন পর্যায়ে কর্মরত সাংবাদিক ও সুশীল সমাজের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *