কলারোয়ায় বিরোধপূর্ণ জমিতে দোকান নির্মাণের চেষ্টা, আহত ৩
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়ায় ১৪৫ ধারা অমান্য করে বিরোধ পূর্ন জমিতে দোকান ঘর নির্মানের চেষ্টায় চালিয়েছে প্রতিপক্ষরা। এসময় উভয় পক্ষের মধ্যে এক হামলা সংঘর্ষে ৩জন জখম হয়েছে। আহতের কলারোয়া সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনাটি ঘটেছে- শনিবার সকালে উপজেলার কাজিরহাট বাজারে।
উপজেলার কেরালকাতা গ্রামের মৃত আব্দুল জলিল সরদারের ছেলে আব্দুল আলিম জানান- রঘুনাথপুর মৌজায় তাদের ১১শতক জমি আছে। ওই জমি কাজিরহাট বাজার এলাকায় হওয়ায় প্রতিপক্ষ কেরালকাতা গ্রামের মৃত গনি সরদারের ছেলে শহিদুল ইসলাম, আবুল কালাম ও ধানঘোরা গ্রামের সোমলেম মোড়লের ছেলে আনারুল ইসলাম ও হাসান মোড়ল জোরপূর্বক দখল করে পাকা দোকান ঘর নির্মানের চেষ্টা করে। এ নিয়ে এলাকায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য তিনি সাতক্ষীরা আদালতে একটি ১৪৫ ধারা মতে পিটিশন নং-৮৩৮/১৯ মামলা দায়ের করেন। মামলাটি কলারোয়া থানা পুলিশকে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের আদেশ দেন। সে অনুযায়ী কলারোয়া থানার এএসআই মফিজুর রহমান ৪জুলাই-১৯ তারিখে উভয় পক্ষকে নালীশি জমিতে শান্তি শৃংখলা বজায় রাখার জন্য আদিষ্ট হইয়া নির্দেশ প্রদান করেন। কিকন্তু থানা পুলিশ ও আদালতের আদেশ অমান্য করে বিবাদী পক্ষ শহিদুল ইসলাম, আবুল কালাম, আনারুল ইসলাম ও হাসান মোড়ল শনিবার ভোরে পাকা দোকান ঘর নির্মানের চেষ্টা করে। এক পর্যায়ে কথাকাটাকাটি নিয়ে উয় পক্ষের মধ্যে হামলা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের মধ্যে রিজিয়া খাতুন (৫০) ও রাজমিস্ত্রী টিংকু (৩০), আ: মাজেদ (৩০) আহত হয়ে কলারোয়া সরকারী হাসপাতলে ভর্তি হয়েছে।